বনগাঁয় ভুয়ো চক্ষু চিকিৎসক সহ গ্রেফতার ৩

0
1696

দেশের সময় ওয়েবডেস্ক:কোনরকম সরকারি সার্টিফিকেট ছাড়াই গ্রামে গিয়ে শিবির করে চোখের চিকিৎসা করার অভিযোগে জে এন শ্রীবাস্তব নামে ভুয়ো ডাক্তার কে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ধর্মপুকুরিয়ার মাধবপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয। তার সহযোগী গৌতম ও বিপ্লব, নামে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। ওই গ্রামের বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেন ওই ব্যক্তি কোনরকম ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে জাহির করে গ্রামের প্রায় ১০০জনের কাছ থেকে টাকা নিয়ে চোখের চিকিৎসা করছিল। তার কাছে কাগজপত্র দেখতে চাইলে সে কিছু দেখাতে পারেনি। তার কাছে বিহারের আয়ুর্বেদিক চিকিৎসার একটি সার্টিফিকেটের হদিস মেলে৷এরপর ওই ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয় মানুষ বনগাঁ থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। শুক্রবার তাকে বনগাঁ আদালতে পাঠানো হয়।

Previous articleস্লেজিং ইস্যুতে বিরাট কোহলি-র পাশে রিকি পন্টিং, কি বলছেন তিনি?
Next articleকৃষক প্রকল্প ও ডিএ ঘোষণা ভোটের প্রচারে এগিয়ে রাখবে তৃণমূলকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here