“ফিরে দেখা”- হাবরায় প্রবীনদের মিলন উৎসব

0
807

দেশের সময়, ওয়েব ডেস্ক:- “যা পেয়েছি প্রথম দিনে সেই যেন পাই শেষে, দু হাত দিয়ে বিশ্বেরে ছুঁই শিশুর মতো হেসে” কবিগুরুর এই বার্তাকে পাথেয় করেই আজ এক বিশেষ অনুষ্ঠানে সামিল হলো হাবরা। পৌরসভার উদ্যগে আজ “ফিরে দেখা” অনুষ্ঠানটি আয়োজিত হয় দেশবন্ধু পার্ক ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত হন স্হানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরা পৌরসভার পৌরপ্রধান নিলিমেশ দাস সহ একাধিক বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। এছাড়াও যাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠান সেই প্রবীণ দম্পতিদের উপস্থিতি এদিন নিঃসন্দেহে হাবরা-র সংস্কৃতিকে এক নতুন মাত্রায় যুক্ত করলো। সোমবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবীণ নাগরিকদের সাথে আলাপচারিতা থেকে সংবর্ধনা সবক্ষেত্রেই ব্যাস্ত থাকতে দেখা যায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-কে। তিনি বলেন, “সব দূখঃ ভূলে আমরা নতুন বছর কে আপন করে নেব”। “অনেক ভালো কাজ ইচ্ছে করলেই আমাদের পক্ষে করা সম্ভব”। “ভাবনা চিন্তা করে সেই কাজে নিজেদেরকে যুক্ত করতে হবে”। “যার অন্যতম উদাহরণ আজকের এই অনুষ্ঠান”। “প্রবীণ নাগরিকদের কথা আমাদের ভাবতে হবে, তাদের ভালো রাখাটা আমাদের কর্তব্য”। “সবকিছু ভাবনা চিন্তা করে আমরা প্রতি বছর এই অনুষ্ঠান করবো বলে ঠিক করেছি”। “পাশাপাশি যে প্রবীণ ব্যাক্তিরা আজ আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি, প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্ঠা করবো”। “এই কাজে আমাদের সফল হতেই হবে”। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজে এদিন সকল নাগরিকদের সাথে মিলিত হয়েছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Previous articleঅপরূপ কুমায়ুন (সপ্তম পর্ব)
Next article“গোল নয়, লক্ষ্য আই লিগ”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here