প্রথম ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভাল’ শুরু হচ্ছে ফেব্রুয়ারিতে,বিস্তারিত জানতে পড়ুন

0
896

অরণ্য সেন,কলকাতা:আগামী ২৮শে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে প্রথম ‘কলকাতা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভাল'(KIPF), ২০১৯. ৩০টিরও বেশি দেশের চিত্রগ্রাহকদের কাজ দেখা যাবে ফটোগ্রাফির এই ‘মহাকুম্ভ’ ফেষ্টিভ‍্যাল এ। এই সমস্ত দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য পাকিস্তান, জার্মানি, জাপান, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, নাইজেরিয়া, তিউনিসিয়া ইত্যাদি। এছাড়া বাঙালি পর্বতারোহী সুদীপ্তা সেনগুপ্ত যিনি ৩০ বছর আগে আন্টার্কটিকায় গিয়ে ছমাস সেখানে ছিলেন, তার তোলা আন্টার্কটিকার বিরল কিছু ছবি থাকবে। সদ্য আন্টার্কটিকা জয়ী সত্যরূপ সিদ্ধান্তের কাজও দেখতে পাবে দর্শকরা।

শুক্রবার ভারতীয় জাদুঘরে ফেস্টিভ‍্যাল সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন বিশিষ্ট চিত্রগ্রাহক রঘু রাই। তিনি বলেন ভারতবর্ষে প্রথম ফটোগ্রাফি চর্চা শুরু হয়েছিল এই কলকাতা শহর থেকেই। এ প্রসঙ্গে তিনি বন এবং শেফার্ড এর নাম উল্লেখ করেন। ফেস্টিভ্যালে রঘু রাইয়ের দুর্গাপুজোর ওপর তোলা বেশ কিছু ছবি দেখা যাবে। দেখা যাবে সদ্যপ্রয়াত মৃণাল সেনের ওপর তোলা নিমাই ঘোষ, রঘু রাই ও সঞ্জীব চৌধুরীর কিছু ছবি। প্রসঙ্গত সত্যজিৎ রায়ের নিজের তোলা কিছু দুর্লভ ছবি যা আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি সেগুলি এই ফেস্টিভ্যালে দেখা যাবে। বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী ও পরেশ মাইতির তোলা ফটোগ্রাফ থাকবে এই আন্তর্জাতিক ফটোগ্রাফিক ফেস্টিভালে। এছাড়াও বিশিষ্ট কিছু শিল্পীর ইনস্টলেশন এবং আঁকা ছবি এখানে স্থান পাবে। কলকাতা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যালের অন্যতম উদ্যোক্তা মধুছন্দা সেন বলেন, নন্দন,গগনেন্দ্র প্রদর্শশালা, হ‍্যারিংটন আর্ট গ্যালারি সহ বিভিন্ন জায়গায় এই প্রদর্শনীগুলি চলবে।

তিনি আরো বলেন বিদেশ থেকেও বেশ কিছু বিশিষ্ট চিত্র গ্রাহকরা এই ফেস্টিভ্যালে এ যোগ দেবেন। চলবে আগামী ৪মার্চ পর্যন্ত।

ছবি তুলেছেন অরণ্য সেন৷

Previous article“পারো যদি দেখে যেও বেঁচে থাকা কাকে বলে…”
Next article2019 Loksabha -acid test for Indians to choose    The (real)chors and (real) Chowkider

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here