দেশের সময় ওয়েবডেস্কঃ প্রচারে বেরিয়ে এবার সরাসরি বিজেপি-কে উদ্দেশ্য করে অশ্লীল গালাগাল দিলেন ফিরহাদ হাকিম। মুহূর্তের মধ্যেই সেই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার সকালে তা প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। অবিলম্বে তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করছেন বিজেপি নেতারা। এদিকে, ফেক ভিডিও তৈরি করে তার মুখে গালি বসানো হয়েছে বলে দাবি করলেন ফিরহাদ হাকিম।
কলকাতা পুরসভার ৮০নম্বর ওয়ার্ডের তারাতলা ময়দান এলাকায় প্রচারে বের হন ফিরহাদ। সেখানেই তাঁকে বিজেপি-র নাম নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায়।
ববি হাকিমের খাস তালুক কলকাতা বন্দর। এবার সেখান থেকেই প্রার্থী হয়েছেন তিনি। কাজের মাঝেই চলছে প্রচার। আর সেই প্রচারে বেরিয়েই এমন মন্তব্যের ভিডিয়ো প্রকাশ্যে আসে। যদিও শুরুতে ভিডিয়োর সত্যতা যাছাই করেনি দেশের সময় ডিজিটাল। তবে ভিডিয়োটি ফেক বলে দাবি করেছেন তৃণমূল প্রার্থী।
ফিরহাদ হাকিমের পাল্টা অভিযোগ, তাঁকে এবং তাঁর দলকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল এক বিজেপি কর্মী। তাঁর মুখে যা বসানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। ফিরহাদের কথায়, ‘প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিয়ো বিজেপি-র আইটি সেল ছাড়ে।’
এর আগেও ফিরহাদের মুখে ‘মিনি পাকিস্থান’ মন্তব্য ঘিরে বিতর্ক হয়েছিল। এবারেও পুরোটাই বিজেপি-র আইটি সেলের চক্রান্ত বলে জানিয়েছেন তিনি ৷ তিনি রেলের কেউ নন, রেলে উচ্ছেদ করার ক্ষমতাও তার নেই বলে পরিষ্কার করে দিয়েছেন ফিরহাদ হাকিম ৷ এত দফায় ভোট নিয়ে প্রথম থেকেই মমতা বন্দোপাধ্যায় মানুষের স্বার্থে প্রতিবাদ জানিয়েছিলেন।
গোটা বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের তরফে তাঁকে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য দাবি জানানো হয়েছে।
সম্প্রতি, তৃণমূল নেতা মইনুদ্দিন শামসকে প্রার্থী না করার বিষয় নিয়েও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় ফিরহাদকে। প্রচারে গিয়ে তিনি বলেছিলেন, অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করেছিলেন। আর সে কারণেই মইনুদ্দিন শামসকে প্রার্থী করা হয়নি। এবারেও তাঁর অশালীন মন্তব্য বিতর্ক শুরু হয়েছে।