পেট্রাপোল সীমান্তে ৯ টি বাংলাদেশী পাসপোর্ট সহ গ্রেফতার গাড়ির চালক ও খালাসী

0
670

দেশেরসময় ,পেট্রাপোল: মাছ বোঝাই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্তের স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে ৯টি বাংলাদেশি পাসপোর্ট সহ ট্রাকের চালক ও খালাসীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল সীমান্ত রক্ষী বাহিনী। ধৃত চালকের নাম সঞ্জয় দলুই এবং খালাসী রাকেশ ঘড়াই দু’জনের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। দেখুন ভিডিও:

বিজ্ঞাপন

পুলিশ সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশে রপ্তানির উদ্দেশ্যে পূর্ব মেদিনীপুর থেকে মাছ বোঝাই ট্রাক নিয়ে পেট্রাপোল সীমান্তে ঢোকার সময় ৩ নম্বর গেটের সামনে গাড়িটি দাঁড় করায় কর্মরত বিএসএফ। রুটিন . চেকিংয়ের সময় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানেরা ওই গাড়ির চালকের কেবিন থেকে ৯ টি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেন এদিন। ট্রাকের ভেতরে কী ভাবে. এই পাসপোর্ট গুলি এল, চালক এবং খালাসীকে জিজ্ঞাসাবাদের পর সদুত্তর না পাওয়ায় এরপর তাদেরকে আটক করে পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী।

বাংলাদেশ -এর পাসপোর্টগুলি ধৃতদের কাছে কিভাবে এলো, কী উদ্দেশ্যেই বা সেগুলি বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, পুলিশ তা তদন্ত করে দেখছে। ধৃতদেরকে আজ মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

Previous articleDurga Puja 2021: এবার নমো নমো করেই পুজো বনগাঁয়, থিম বহু -দূর ,বাজেটেও কোপ বহু ক্লাব কমিটির
Next articleTarot Horoscope:ট্যারো কার্ড অনুযায়ী কেমন যাবে আপনার সময় জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here