পাঠানকোটে বিষ্ফোরণে নিহত সেনা জওয়ান, দেহ ফিরলো মছলন্দপুরের বাড়িতে

0
805

দেশের সময়: কর্তব্যরত অবস্থায় গাড়ি বিস্ফোরণে মৃত মৃত্যু হল এক সেনা জওয়ানের। দেবকুমার ভট্টাচার্য (৩৬) নামে ওই জওয়ানের বাড়ি হাবড়া থানার মছলন্দপুরে। তাঁর মৃতদেহ ফিরল শুক্রবার বিকেলে ।সেনাবাহিনীর জওয়ানেরাই তাঁর কফিনবন্দী মৃতদেহ পৌঁছে দেন গ্রামের বাড়িতে। দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পরে গোটা এলাকার মানুষ।

জানা গেছে, মছলন্দপুরের বেলডাঙার তুলসীবাগান এলাকার বাসিন্দা দেবকুমার ১৬ বছর আগে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই সন্তান রয়েছেন। এখন পাঠানকোটে কর্মরত দেবকুমার তাঁর সহকর্মীদের সঙ্গে বুধবার রাতে বিস্ফোরক বোঝাই সেনা গাড়িতে করে যাচ্ছিলেন। সেই গাড়িটি খাদে পড়ে গেলে বিস্ফোরন ঘটে। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ সেনা জওয়ানের। ৫ জন গুরুতরভাবে জখম হন। মৃতদের মধ্যে একজন দেবকুমার।

বৃহস্পতিবার দুপুরে মছলন্দপুরের এই খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, ২৮ মে তাঁর বাড়িতে আসার কথা ছিল। কিন্তু তার আগেই এই অঘটন ঘটে গেল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন সেনাবাহিনীর কর্তাদের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি এবং এলাকার অনেক মানুষ উপস্থিত ছিলেন।

Previous articleমোদীর মুখেও জয়বাংলা, ‘বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম, জেলেও গিয়েছি,’ ঢাকায় বললেন মোদী
Next articleতৃণমূলে ভোট দিলেও তা চলে যাচ্ছে বিজেপি-তে! বিস্ফোরক অভিযোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here