দেশের সময় ওয়েবডেস্ক: ক্রিকেট সিরিজ খেলাকে উপলক্ষ করে ভারতীয় দলকে অতীতে আমন্ত্রন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তাহীনতার কারন কে সামনে রেখে রাজি হয়নি ভারত। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, “ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইচ্ছুক নয় বিসিসিআই”। এবার সবকিছু ভাবনা চিন্তা করে ইমাজিং ন্যাশনস কাপের ক্রীড়া সূচীতে বদল ঘটানো হলো। সূত্রের খবর, টুর্নামেন্টের ছয়টি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হলেও বাকি খেলাগুলো হবে শ্রীলঙ্কার মাঠে। সেখানেই নিজেদের খেলগুলোতে অংশ নেবে ভারত। সিরিজের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলম্বোতে। অতএব ভারত যে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে তা নিশ্চিত। পাশাপাশি বিভিন্ন মহলের মতে, ক্ষমতায় আসার পরবর্তীতে পাকিস্তানের নিরাপত্তা ব্যাবস্হা থেকে দেশের শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে কতটা সক্ষম হয়েছে ইমরান খান সরকার তার একটি চিত্র ফুটে উঠবে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে।