নবমীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন অমিতাভ

0
513

দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতার জামাই বলে কথা। তাঁর সঙ্গে দুর্গা পুজোর যোগ থাকবে না, তা কি হয়! না, তেমনটা কখনই নয়।

মহানবমীতে অনুরাগীদের উৎসবের শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন। ইনস্টাগ্রামে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘মা দুর্গা এবং মা সরস্বতীর স্নেহ এবং আশীর্বাদ যেন সব সময় বজায় থাকে। মা দুর্গা এবং মা সরস্বতীকে প্রণাম’।

শ্বশুরবাড়ি কলকাতাতে হওয়ায় বরাবরই দুর্গাপুজো এবং বাংলার অন্যান্য উৎসব নিয়ে অভিনেতার আগ্রহী। সে কথা একাধিকবার নিজেই জানিয়েছেন অনুরাগীদের। অতিমারির এই কালো সময় শেষ হোক, এমনটা চাইছেন তিনিও। স্ত্রী জয়া বচ্চন বাদে, পরিবারের সবাই এক সময় কোভিডে আক্রান্ত হওয়ায় খুব কাছ থেকে এই রোগকে দেখেছেন অমিতাভ। এই দু:সময়ে দুঃখ পেয়েছেন দেশের মানুষের জন্য। তাই এ বার দেবীর কাছে পৃথিবীকে সুস্থ করার প্রার্থনা করলেন অভিনেতা। সবাইকে নিয়ে সুস্থ থাকার, ভাল থাকার ইচ্ছেই প্রকাশ পেল তাঁর পোস্টে।

https://www.instagram.com/p/CGvWwtTheTL/?igshid=1grd1nr9uwkgv

কঠিন সময় পেরিয়ে এখন সুস্থ অমিতাভ। যে কোনও উৎসবেই নিজের অনুরাগীদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে ভোলেন না বিগ বি। এ বারেও অন্যথা হয়নি। উৎসব শেষের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালবাসা ছড়িয়ে দিলেন অমিতাভ। অনুরাগীরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন প্রিয় অভিনেতাকে। 

Previous articleদেশের সময় ই পেপার/ Desher Samay e paper
Next articleকোভিড পজিটিভ ‘রাবণ’! হাসপাতালে ভর্তি, দশেরা নিয়ে সংশয়,ভাইরাল ভিডিয়ো দেখুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here