নতুন পালকের অধিকারী বিরাট কোহলি, জানতে পড়ুন

0
954

দেশেরসময়ওয়েবডেস্ক:অস্ট্রেলিয়ার সাথে সিরিজ শুরুর প্রাক্কালে নতুন পালক বিরাট কোহলির মুকুটে। ভারতীয় সেলিব্রিটির প্রথম একশো জনের মধ্যে ফোবস্ তালিকায় দ্বিতীয় স্হান অধিকার করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তালিকার প্রথম স্হানে বলিউড সুপারস্টার সালমান খান। পাঁচ নম্বরে স্হান পেয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বার্ষিক আয়ের ভিত্তিতে নবম স্হানে কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তালিকার দুই নম্বরে থাকা বিরাটের চলতি বছরে মোট আয় ২২৮.০৯কোটি টাকা। যদিও ইন্ডিয়া ক্যাপ্টেন কে পিছনে রেখে ২৫৩.২৫কোটি টাকা উপার্জন করে প্রথমে সাল্লু ভাই।

Previous articleরাজধানী ও দূরন্তে এবার সংরক্ষিত আসনের অধিকারী হবেন মহিলারা, পড়ুন বিস্তারিত
Next articleবউ বদলের পরিকল্পনায় রাজি হয়নি স্ত্রী, খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here