রাশিফল:অর্থ-স্বাস্থ্য-প্রেম, জানুন আজকের দিন কোন রাশির জন্য কেমন

0
881

মেষ
শরীর: মানসিক ভাবে ফুরফুরে থাকবেন, তাই অন্য মানুষের সমস্যায় সহজে পাশে দাঁড়াতেও পারবেন।
অর্থ: অপরিচিত কারও মাধ্যমে হঠাৎই উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে। পেশার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
প্রেম: সঙ্গীর স্বাস্থ্য ভাল যাবে না, প্রেমে যত্ন প্রয়োজন হবে।

বৃষ
শরীর: স্বাস্থ্যের দিকে আর একটু নজর দেওয়া দরকার।
অর্থ: অর্থ উপার্জনের ভালো দিন। তবে সঞ্চয়ে মন দেবেন, নইলে অতিরিক্ত খরচে কিছুই জমাতে পারবেন না।
প্রেম: ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করে দিন। প্রিয়জন আপনার সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।

মিথুন

শরীর: যথেষ্ট বিশ্রাম নিন সপ্তাহান্তে। শরীর জানান দিচ্ছে, সে ক্লান্ত।
অর্থ: নতুন ব্যবসার ভাবনা আপনাকে আর্থিক লাভের দিকে এগিয়ে দিতে পারে। পেশায় পরিবর্তন চাইলে এটা ঠিক সময়।
প্রেম: প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক রাখতে তাঁর বিষয়ে অযথা নাক গলাবেন না। অবিবাহিতদের আজ প্রেমের যোগ আছে। খেয়াল রাখুন আশপাশে।

কর্কট
শরীর: এই সুস্থতা আপনার সম্পদ, তাই একে রক্ষা করতে মন দিন।
অর্থ: আপনি খরচ করার মেজাজে থাকলেও, এবার তাতে লাগাম দিন। ব্যবসার কাজের সঙ্গে আনন্দ- ফূর্তিকে মেশাবেন না।
প্রেম: আপসহীন দাম্পত্যের জন্য দিনটি ভালো।

সিংহ

শরীর: ওজন নিয়ন্ত্রণ করার জন্য শরীরচর্চার কথা ভাবুন এবার।
অর্থ: খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সঞ্চয় জরুরি। শুধুমাত্র দরকারি জিনিসই কিনুন।
প্রেম: আপনার সঙ্গীকে আরও বেশি করে সময় ও গুরুত্ব দিন আজ।

কন্যা
শরীর:
খেয়াল রাখুন নিজের শরীরের। কোনও কারণে অযথা উত্তেজিত হবেন না।
অর্থ:
প্রাপ্তিযোগ আছে। তবে প্রয়োজন বুঝে খরচ করুন।
প্রেম:
ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবেন। তাই আজ আপনার বিশেষ দিন।

তুলা
শরীর: সুস্থ থাকতে কিছু ক্ষণ হাঁটুন খোলা হাওয়ায়।
অর্থ: আর্থিক সীমাবদ্ধতা এড়াতে আপনার বাজেট ঠিক রাখুন। কঠোর পরিশ্রম আজ আর্থিক ভাবে ভাল ফল দিতে পারে।
প্রেম: বিষণ্ণ জীবনে আপনার প্রিয়জন অক্সিজেন দেবে। তবে অযথা বাড়াবাড়ি করলে সঙ্গী অপছন্দ করবে না৷

বৃশ্চিক

শরীর মানসিক স্বাস্থ্যের দিকে মন দিন। অহেতুক জটিল চিন্তাভাবনায় নিজেকে অস্থির করবেন না।
অর্থ: সাময়িক আনন্দ পেতে অযথা অর্থ ব্যয় করবেন না।
প্রেম: যুগলেরা ফুরফুরে মেজাজে থাকবেন আজ।

ধনু
শরীর: স্বাস্থ্য নিয়ে আজ খুব মনোযোগী হবেন আপনি। অনুভব করবেন, সুস্থ থাকা জরুরি।
অর্থ: অযথা খরচ হয়ে যেতে পারে চাকরিজীবীদের। তবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন, তাঁরা হঠাৎই মুনাফা পেতে পারেন।
প্রেম: প্রেম আজ আপনার চার পাশে ঘুরে বেড়াচ্ছে শুধু আপনার বুঝতে পারার অপেক্ষা।

মকর
শরীর: হাসতে থাকুন, মন ভালো রাখুন, সুস্থ থাকুন।
অর্থ:
অযথা খরচে পকেট গড়ের মাঠ করবেন না। নতুন পরিকল্পনা এবং উদ্যোগ আজ নিতে পারেন।
প্রেম:
প্রেম আজ ক্ষণস্থায়ী হবে। স্বপ্ন দেখবেন না সুদূরের।

কুম্ভ
শরীর: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার মনে চাপের সৃষ্টি হবে।
অর্থ: হাত থেকে টাকা বেরিয়ে যেতে পারে অনেকটাই। কর ও বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছুটা নজর দেওয়া প্রয়োজন।
প্রেম: আপনার সঙ্গীর সাথে তার মন বুঝে ব্যবহার করুন। সঙ্গীকে অযথা আঘাত দেবেন না।

মীন
শরীর: নিজের যত্ন নিন, সুস্থ থাকুন।
অর্থ: কারও মন পাওয়ার জন্য বেশি খরচ করে ফেলবেন না।
প্রেম: সারা দিন কাজে-কর্মে থাকার পর রাতে সঙ্গীর সাথে জমিয়ে খাওয়া দাওয়া করে মজা করুন।

Previous articleটার্গেট মিস:চাষের জমিতে পড়ল বোমা,বিকট শন্দে কেঁপে ওঠে রাজবাঁধ গ্রাম
Next articleঅভিভাবক: ৩০০ জোড়া পাত্র–‌পাত্রীর বিয়ের তদারকি করে আদিবাসীদের জমির অধিকার রক্ষার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here