দেশের সময়,ওয়েবডেস্কঃ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধেও দুরন্ত সেঞ্চুরি করলেন রো-হিটম্যান শর্মা। তাঁর সেঞ্চুরির উপর ভর করেই বড় রানের দিকে এগোচ্ছে কোহলি ব্রিগেড।
বিশ্বকাপের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন রোহিত। প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তাঁর জোড়িদার ধাওয়ানের ব্যাটে এসেছিল সেঞ্চুরি। রোহিত করেছিলেন হাফ সেঞ্চুরি। এ দিন ধাওয়ানের অনুপস্থিতিতে ফের দায়িত্ব নিয়ে খেলতে দেখা গেল রোহিতকে। প্রথমে লোকেশ রাহুল ও তারপর বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়লেন রোহিত। মাত্র ৮৫ বলে নিজের ২৪ তম সেঞ্চুরি পূর্ণ করলেন রোহিত।
এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক দেখাচ্ছিল রোহিতকে। আমির ছাড়া কোনও বোলারকেই রেয়াত করছিলেন না তিনি। অন্যদিকে রাহুল তাঁকে সঙ্গ দিতে থাকেন। মাত্র ৩৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন রোহিত। তারপরেও খেলা চালিয়ে যান রোহিত। প্রথম উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ করেন দুজনে।
তারপর রাহুল আউট হলে কোহলির সঙ্গে পার্টনারশিপ গড়েন রোহিত। একই ছন্দে খেলছিলেন রোহিত। মাত্র ৮৫ বলে নিজের ২৪ তম সেঞ্চুরি পূর্ণ করেন হিটম্যান শর্মা। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হলো রোহিতের। অন্যদিকে কোহলিও ভালো ছন্দে খেলছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ ওভারে এক উইকেটের বিনিময়ে ২২০ রান ভারতের। রোহিত ১২৮ ও কোহলি ২৯ রানের খেলছেন।