ত্বকের উপর প্রায় ৯ ঘণ্টা বেঁচে থাকে করোনাভাইরাস

0
881

দেশের সময় ওয়েবডেস্ক: মানুষের ত্বকের উপর করোনাভাইরাস বেঁচে থাকতে পারে টানা ৯ ঘণ্টা। একারণেই বারবার হাত ধোওয়া অত্যন্ত জরুরি এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে। জাপানি বিজ্ঞানীদের নতুন গবেষণাপত্র ক্লিনিক্যাল ইনফেকশাস্‌ ডিজিজ জার্নালে এই তথ্যই উল্লেখ করা হয়েছে। সেখানে ফ্লু–এর ভাইরাস প্যাথোজেন মানুষের ত্বকে বেঁচে থাকে ১.‌৮ ঘণ্টা। জার্নালের রিপোর্টে বলা হয়েছে, করোনাভাইরাসের ভাইরাস সার্স কোভি–২–র শরীর থেকে শরীরের ছোঁয়ায় রোগ ছড়ানোর ক্ষমতা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের তুলনায় অনেক বেশি। 

সেকারণেই মহামারী এই ভীষণ আকার ধারণ করেছে। মৃত্যুর একদিন পর অটোপ্‌সির নমুনা থেকে ত্বকের পরীক্ষা করে এই তত্ত্ব জানতে পেরেছেন গবেষণাকারীরা। আবার হ্যান্ড স্যানিটাইজারের উপাদান ইথানল ব্যবহার করলেই মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে করোনাভাইরাস এবং ফ্লু–র ভাইরাস পুরোপুরি মরে যায়।  

Previous articleকরোনা আক্রান্ত নির্মল মাজি ভর্তি হাসপাতালে
Next articleমোহনবাগানের হাতে এল আইলিগ ট্রফি, রাজপথে শোভাযাত্রা সমর্থকদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here