তৃণমূলের হয়ে প্রচারের জেরে ফিরদৌসকে ব্ল্যাক লিস্টেড করল ভারত

0
1020

দেশেরসময় ওয়েবডেস্কঃ রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রচারে যোগ দেওয়ার কারণে বাংলাদেশি নাগরিক অভিনেতা ফিরদৌসকে ব্ল্যাক লিস্টেড করল ভারত। তাঁর বিজনেস ভিসাও বাতিল করা হল। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অবিলম্বে ভারত ছাড়ার নোটিশ জারি করেছে বিদেশ মন্ত্রক। কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে এই নোটিস অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

পয়লা বৈশাখের দিন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোড শো এবং সভা করেন বাংলাদেশের অভিনেতা ফিরদৌস। এর পরেই বিতর্কে তুঙ্গে ওঠে। মঙ্গলবার নির্বাচন কমিশনে নালিশ করে বিজেপি। সঙ্গে সঙ্গেই এই ঘটনায় পদক্ষেপ করে কলকাতার বাংলাদেশ হাই কমিশন। জানা গিয়েছে ডেপুটি হাই কমিশনার ফিরদৌসকে এখনই ঢাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ভোটগ্রহণ রায়গঞ্জে। সোমবার শেষবেলায় তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেন ফিরদৌস। যদিও ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল এই অভিযোগের জবাবে জানিয়েছেন, তিনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। মানে, ফিরদৌস যে বাংলাদেশ থেকে এসে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন, সে ব্যাপারটি তাঁর জানা নেই।

অন্য দেশের নাগরিক কী করে ভারতের নির্বাচনী প্রচারে অংশ নিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। ফিরদৌস বাংলাদেশের সুপার স্টার। রাজ্যের বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি। কিন্তু তা বলে তিনি কি নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন? এমন প্রশ্ন ওঠার পরে রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি। কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের কাছে গোটা বিষয়টি পাঠানো হয়।

১৯৯৮ সালে ফিরদৌস খ্যাতিমান চিত্র পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশ সরকার তাঁকে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করেছে৷ টলিউডের একাধিক শিল্পীর সঙ্গে ফিরদৌসের সম্পর্ক খুব ভালো৷ দুই বাংলাতেও তাঁর জনপ্রিয়তা রয়েছে৷

গত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে জয়ী হয়েছিলেন তখনকার বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম৷ কংগ্রেসের ঘরোয়া কেন্দ্রে হিসেবে সুপরিচিত রায়গঞ্জে এবার হচ্ছে চতুর্মুখী লড়াই৷ এই কেন্দ্রে বামেদের প্রার্থী গতবারের সাংসদ মহম্মদ সেলিম৷ কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সিকে৷ তৃণমূলের হয়ে লড়ছেন কানহাইয়ালাল আগরওয়াল এবং বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী৷

ভারতে ভোটের প্রচারের ঘটনায়,বিদেশ মন্ত্রকের পদক্ষেপে সরাসরি কলকাতার ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে ফিরদৌসের ভিসা বাতিল করে দেওয়া হয়।

Previous articleনববর্ষের আড্ডায় ‘দেশেরসময়’ Watch “Bengali New Year celebration of College Street publishing houses” on YouTube
Next articleতৃণমূলের দুই কর্মীর বিরুদ্ধে নির্বাচন দপ্তরে অভিযোগ বনগাঁ’ র বিজেপি নেতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here