“তুমি তো সে, যে মাঠে স্লেজিং করছিল” সরাসরি ঋসভ পন্থ-কে প্রশ্ন করলেন অজি প্রধানমন্ত্রী

0
915

দেশের সময়, ওয়েব ডেস্ক:- এক কথায় খবরের শিরোনামে নামটা উঠেছিল আইপিএল খেলার সময় থেকে। পরবর্তীতে জাতীয় দলে সুযোগ ও টেস্টে অভিষেক। গতবছর ইংল্যান্ডের মাটিতে শতরান থেকে নতুন বছরে অজিদের মাঠে স্লেজিং প্রসঙ্গ। শুধু ভারতীয় সংবাদমাধ্যম নয় বর্তমানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতেও অন্যতম পরিচিত নাম ঋসভ পন্থ। তবে অস্ট্রেলিয়া-য় স্লেজিং প্রসঙ্গে প্রথমেই তাকে লক্ষ্য করা যাবে না। কারন সূচনাটা ঘটেছিল অজি অধিনায়ক টিম পেইনের ইচ্ছেতেই। যিনি প্রথম ব্যাট করার সময় উইকেটের পিছন থেকে ঋসভ পন্থ-কে স্লেজিং করেন। স্লেজিং-এর ক্ষেত্রে কটাক্ষের সুরে টিম পেইনের বিষয় ছিল মহেন্দ্র সিং ধোনি। পরের ইনিংসে “টেম্পোরারি ক্যাপ্টেন” বলে যার পাল্টা জবাব দিয়েছেন ঋসভ পন্থ। আর এবার শুধু মাঠেই সীমাবদ্ধ থাকলো না এই স্লেজিং অধ্যায়। সূত্রের খবর, এদিন নববর্ষ উপলক্ষে ভারতীয় দল উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন-এর বাসভবনে। যেখানে ঋসভ-কে দেখে সরাসরি এগিয়ে আসেন অজি প্রধানমন্ত্রী। বলেন, “তুমিই তো সেই, যে স্লেজিং করেছো”? “স্বাগত তোমাকে, আমরা এমন খেলাই বেশী পছন্দ করি”। সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত অজি প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি ঋসভ পন্থ।

Previous articleআগামীর পরিকল্পনা কী? বছর শুরুতেই জানালেন লাল হলুদের টনি ও মোহনবাগানের সনি
Next articleদিল্লিরকারখানায় বিস্ফোরণে মৃত এক শিশু সহ অন্তত ৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here