দেশের সময় ওয়েবডেস্কঃআগামী ২ফেব্রুয়ারী ঠাকুরনগর ঠাকুরবাড়ি তে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মতুয়াদের ডাকা সম্মেলনে যোগ দিতে আসছেন মোদী, এমনটাই খবর, প্রধানমন্ত্রী আসবেন সে কারণেই সাজো সাজো রব ঠাকুর নগর জুড়ে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল এবং হেলিপ্যাড৷
বৃহঃস্পতিবার বেলা বারোটা নাগাদ বায়ুসেনার একটি কপ্টার নিয়ে মহড়াও হয়, ঠাকুর বাড়ির অদূরেই তৈরি হয়েছে হেলিপ্যাড, প্রস্তুত হচ্ছে মোট তিনটি হেলিপ্যাড ,প্রশাসন সূত্রে জানা গেছে প্রথম হেলিকপ্টারটিতে আসবেন
প্রধানমন্ত্রীর কনভয়ের গাড়ি, দ্বিতীয় কপ্টারে থাকবে ১৮ জন এনএসজি কমান্ডো, এবং তৃতীয় কপ্টারে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী, হেলিপ্যাড থেকে সভাস্থলে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড মিলিয়ে থাকবে ৩৪ টি গাড়ির কনভয় ।
এদিন গিয়ে দেখা গেল সভাস্থল ঘিরে রেখেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা, চলছে স্নিপার ডগ ও বম্ব স্কোয়াডের তল্লাশি, এদিন
বেলা তিনটে নাগাদ ঠাকুর বাড়িতে এসে পৌঁছান বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয় বর্গী তার সাথে ছিলেন মুকুল রায়, এদিন
বিজেপির প্রতিনিধি দলের সাথে শান্তনু ঠাকুর ঘুরে দেখেন হেলিপ্যাড ও সভাস্থল ৷
ছবিতুলেছেন দেবানন্দ পাইন।