দেশের সময়,ওয়েবডেস্কঃ বাসে বসে জানলার বাইরে হাত বের করে রাখার খেসারত দিতে হল এক যাত্রীকে। জানলার বাইরে হাত বের করে দিব্যি যাচ্ছিলেন তিনি। স্রেফ অসতর্কতার কারণে হাতটিই কাটা গেল ওই ব্যক্তির।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় টালিগঞ্জের কাছে করুণাময়ী কালি মন্দির অঞ্চলে। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম উৎপল কর্মকার। টালিগঞ্জের হরিদেবপুরের বাসিন্দা ৪৫ বছরের ওই ব্যক্তি। খবর পেয়েই ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। আহতকে সঙ্গে সঙ্গে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূ্ত্রের খবর, হরিদেবপুর থেকে ৪০এ বাসে করে তিনি টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন। বাসের বাঁ দিকে জানলার পাশে বসেছিলেন। জানলার বাইরে তাঁর বাঁ হাতটি বের করা ছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।u কালি মন্দিরের কাছে বাসটি পৌঁছলে একটি নির্মীয়মাণ বাড়ির পিলারে তাঁর বাঁ হাতটি এমন জোরে ধাক্কা খায় যে সঙ্গে সঙ্গে সেটি দেহবিচ্ছিন্ন হয়ে বাইরে ছিটকে পড়ে।
প্রবল রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান ওই ব্যক্তি। ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে বাসযাত্রীদের মধ্যে।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগেই পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে মেট্রোর দরজায় হাত আটকে মৃত্যু হয় সজল কাঞ্জিলাল নামে এক ব্যক্তির।
ছবি সংগৃহীত।