জোর ধাক্কা বিজেপি-তে, দলত্যাগ করলেন এই সাংসদ

0
864

দেশের সময়ওয়েবডেস্ক:লোকসভা নির্বাচনের মুখে গেরুয়া শিবিরকে ধাক্কা দিয়ে দল ছাড়লেন বিজেপি সাংসদ সাবিত্রীবাঈ ফুলে। অতীতেও একাধিকাবার সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। এদিন তিনি বলেন, “সংবিধানের সংশোধনের বিপক্ষে একটি কুচক্র তৈরি করার পরিকল্পনা করেছে বিজেপি সরকার”। “আমরা আহম্মেদকরের সংবিধান মেনে চলবো বিজেপি-র নয়”। “আজ আমি সাংসদ হয়েছি তা আহম্মেদকরের সংবিধান ছিলো বলে, তাই অন্য কিছু মানি না”।

Previous articlePHOTO OF THE DAy
Next articleরাজধানী ও দূরন্তে এবার সংরক্ষিত আসনের অধিকারী হবেন মহিলারা, পড়ুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here