দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তুরে হাওয়া জোরাল হওয়ায়, শীতের আমেজ দক্ষিণবঙ্গে। পৌষের শেষে কী তাহলে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে শীত? শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। উত্তুরে হাওয়া জোরাল হওয়ায় নেমেছে তাপমাত্রার পারদ।
পৌষের শেষে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় ফের জাঁকিয়ে শীত উপভোগ করছে রাজ্যবাসী। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার-পাশাপাশি জেলাতেও নামছে তাপমাত্রার পারদ। পূর্বাভাস বলছে, দার্জিলিং, জলপাইগুড়ি ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, এই ক’দিন ১০
ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রার পারদ। ফলে আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা উপভোগ করবে রাজ্যবাসী। বেশ কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুরে অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। শীতল দিনের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং ও সিকিমে তুষারপাতও হতে পারে বলে জানানো হয়েছে। রবিবারও রাজ্যজুড়ে দেখা যেতে পারে কুয়াশার দাপট। তবে, শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।