চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? দেখুন রাশিফল

0
584

মেষ ARIES
মন থেকে দুর্ভাবনা দূর করুন। দান এবং সেবামূলক কাজে ব্যয় করলে শান্তি পাবেন। দাম্পত্য জীবন সুখকর থাকবে। গুরুজনের পরামর্শে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।  

বৃষ TAURUS
আয়ের চেয়ে ব্যয় বেশি। যাঁরা সম্পর্কে জড়াতে চাইছেন তাঁদের পক্ষে ভালো সময়। হাসিখুশি থাকুন, ভালো পারিবারিক সময় কাটাবেন।

মিথুন GEMINI
রোজগার বাড়ানোর চিন্তা করলে নিরাপদ জায়গায় বিনিয়োগ করুন। অযথা ঝুঁকি নেবেন না। আবেগ নিয়ন্ত্রণে রাখুন। দিনের দ্বিতীয় ভাগ ভালো কাটবে। 

কর্কট CANCER
স্ত্রীর সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারেন। অনেক দিন পর খালি সময় মিলতে পারে। সৃজনশীল কাজে ব্যয় করুন। মানসিক শান্তি পাবেন।

সিংহ LEO
ক্ষতিকারক আত্মীয়দের থেকে দূরত্ব বজায় রাখুন। পারিবারিক অশান্তি ডেকে আনতে পারেন তাঁরা। পরিবারকে সময় দিন। কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন। 

কন্যা VIRGO
কোনও অপ্রিয় বাক্য বলার আগে ভাবুন। সন্দেহজনক আর্থিক প্রলোভনে পা দেবেন না। ক্ষতির প্রভূত সম্ভাবনা রয়েছে। মেজাজ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

তুলা LIBRA
লগ্নি এবং বিনিয়োগের বিষয় সকলের সঙ্গে আলোচনা করবেন না। বহু দিন ধরে অপেক্ষা করছেন এমন কোনও ভালো খবর আসতে পারে।

বৃশ্চিক SCORPIO
বাবা-মায়ের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত নজর দেওয়া প্রয়োজন। এ কারণে বড় রকম অর্থ ব্যয়ও হতে পারে। পরিবরিক সমস্যা আসতে পারে তৈরি থাকুন।

ধনু SAGITTARIUS
বাহনে ক্ষতির সম্ভাবনা। গাড়ি বা বাইক চালানোর সময় সতর্ক থাকুন। এড়িয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। দাম্পত্য কলহ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।  

মকর CAPRICORN
বন্ধু বা আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবসায়িক বা আর্থিক লেনদেন বা সম্পর্ক তৈরির আগে ভালো করে বিবেচনা করে নিন। পরিবারের কাজে ব্যস্ত থাকতে হতে পারে। সন্তানের সহ্গে সময় কাটালে মানসিক শান্তি পেতে পারেন। 

কুম্ভ AQUARIUS
জিভে রাশ টানা জরুরি। শরীর সুস্থ রাখতে ব্যায়াম করুন। সময় থাকতে সচেতন না হলে বড় সমস্যা আসতে পারে। স্ত্রীর সঙ্গে ভালো বোঝাপড়া আর্থিক সমৃদ্ধি আনতে পারে। যাত্রা শুভ নয়। বাড়িতেই থাকার চেষ্টা করুন। 

মীন PISCES
দীর্ঘ দিন ধরে চলা মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেন। অজানা উৎস থেকে অর্থাগম হতে পারে। কাজে মনোনিবেষ করুন। না হলে কর্মক্ষেত্রে অপযশের ভাগীদার হতে পারেন। পেটের সমস্যা ভোগাবে।

Previous articleFire: অন্তর্ঘাত?পেট্রাপোলে বনগাঁ পৌরসভা পরিচালিত ট্রাক টার্মিনাসে আগুন,অন্তর্ঘাতের ফল মন্তব্য বনগাঁর বিজেপি নেতার
Next articleWeather Update: বাংলা জুড়ে শীতের আমেজ ! আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে, জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here