গ্রামের নাম বদলে রাখা হয়েছে মোদীপাড়া, আর তাই নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রামে

0
986

দেশের সময় ওয়েবডেস্কঃ তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের আস্তারা গ্রামের পরিচিতি বদলে গেল৷ এই গ্রামের নাম বদলে রাখা হয়েছে মোদীপাড়া। গোটা গ্রাম জুড়ে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বড় বড় ফ্লেক্স এবং বিজেপির ব্যানার। প্রতিটি ব্যানারে লেখা আছে মোদীপাড়া। আর তাই নিয়েই রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে এই গ্রামে।


রবিবার ছিল তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেই অনুষ্ঠানকে বানচাল করতে এই ব্যানার লাগানো হয়েছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকাকে অশান্ত করতে এবং এলাকায় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে বিজেপি রাতের অন্ধকারে এই ব্যানার লাগিয়েছে। আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দমোহন ঘোষ জানিয়েছেন, ‘‘এই গ্রাম বিশিষ্ট চিকিৎসক শঙ্কর বেড়ার গ্রাম। এই গ্রাম বিশিষ্ট ফুটবলার শ্যাম মান্নার গ্রাম। তাদের নামে পাড়া বা গ্রামের নাম হলে অনেকেই আনন্দিত হত। কোনও দল যদি কদর্যভাবে নিজেদের প্রচার করে সেটা মানুষ বুঝবে। মানুষ বিচার করবে। তবে তৃণমূলের কোনও নেতা কর্মী বিজেপির এই প্ররোচনায় পা দেয়নি বা দেবেও না। তাই আমরা এই ঘটনার প্রতিবাদ করব। কিন্তু কোনও অশান্তি যাতে না হয় সেটাও খেয়াল রাখব।’’

অন্যদিকে বিজেপির আরামবাগ সংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আস্তারা গ্রামকে বিজেপির পক্ষ থেকে মোদী পাড়া নাম দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান করা হবে ওই এলাকায়। তৃণমূল এখন খবরে নেই। তাই খবরে থাকার জন্য বিজেপির বিরুদ্ধে হাজার অভিযোগ আনছে। তৃণমূলের অস্তিত্ব বিপন্ন। আসন্ন বিধানসভা  নির্বাচনেই তা প্রমাণ হবে।’’


গ্রামের নাম পাল্টে দেওয়ার এই খবর রটতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দুই রাজনৈতিক দলের টানাপড়েন চরমে উঠেছে তবে সতর্ক রয়েছে প্রশাসন।

Previous articleলোকাল ট্রেনের দাবিতে বৈদ্যবাটিতে রেলযাত্রীদের বিক্ষোভ, বন্ধ জিটি রোডও
Next articleবৈঠকের আগেই রাজ্যকে চিঠি রেলের,স্বাস্থ্যবিধি মেনে চলুক লোকাল ট্রেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here