গাছে পোস্টার লাগালে এবার ২৫,০০০ জরিমানা, সাথে জেলও হতে পারে

0
1155

দেশের সময় ওয়েব ডেস্কঃ গাছের গায়ে কোনও পোস্টার বা বিজ্ঞাপন লাগালে এ বার গুনতে হবে মোটা জরিমানা। হতে পারে জেলও। এমনই নির্দেশিকা দিয়েছে গ্রেটার চেন্নাই পুরনিগম। সমস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ দিনের মধ্যে গাছের উপর থেকে বিজ্ঞাপন ও পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

  • গাছের গায়ে কোনও পোস্টার বা বিজ্ঞাপন লাগালে এ বার গুনতে হবে মোটা জরিমানা। হতে পারে জেলও।
  • এমনই নির্দেশিকা দিয়েছে গ্রেটার চেন্নাই পুরনিগম।
  • সমস্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ১০ দিনের মধ্যে গাছের উপর থেকে বিজ্ঞাপন ও পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
  • বিবৃতি দিয়ে নিগমের কমিশনার জি প্রকাশ জানিয়েছেন, ‘বিজ্ঞাপনের বোর্ড লাগানোর জন্য গাছে পেরেক পোঁতাটা প্রকৃতি-বিরোধী। সাজানোর জন্যও অনেক সময় ধাতব রড ও বিদ্যুতের তার জড়ানো হয় গাছে। এতে গাছের আয়ুষ্কার কমে যায়।’
  • বনগাঁ থেকে বারাসত পর্যন্ত যশোর রোডের দু’ধারের প্রাচীন গাছ গুলি প্রায় মুখ ঢেকেছে বিভিন্ন বিজ্ঞাপণের পোস্টারেভ্রুক্ষেপ নেই প্রশাসনের।
Previous articleমধ্যমগ্রাম তৃণমূল পার্টি অফিসে গুলি-বোমা, আহত ২ নেতা
Next articleমধ্যমগ্রামে গুলি- বোমা কাণ্ডে ৫ দুষ্কৃতী গ্রেফতার,চলছে পুলিশের টহল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here