গাইঘাটায় আগ্নেয়াস্ত্রসহ ধৃত বিজেপি নেতা ধ্যানেশ গুহ-র গাড়ির চালক

0
1459

দেশের সময় ,গাইঘাটা: অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গ্রহণের আগেই আগ্নেয়াস্ত্রসহ ধরা পরল বিজেপি নেতার গাড়ি চালক।

আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাইঘাটা এলাকায়। ধৃত ব্যক্তির নাম দেবব্রত বিশ্বাস। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেখুন ভিডিও:

গাইঘাটার দীর্ঘদিনের তৃণমূল নেতা ধ্যানেশ নারায়ণ গুহ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই তার সঙ্গে ঠান্ডা লড়াই শুরু হয় এলাকার তৃণমূল নেতাদের। মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলের ফিরে আসার পর ধ্যানেশ মুকুল রায়ের বাড়িতে গিয়ে তৃণমূলে ফিরে আসার জন্য দরবার করেন।

এদিকে গাইঘাটার শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধ্যানেশ নারায়ণের স্ত্রী কনা গুহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে। ২৫ জুন সে ব্যাপারে ভোটাভুটি হবে। সেদিন ধ্যানেশ তার লোকজন নিয়ে গন্ডগোল পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল।

ইতিমধ্যে গতকাল রাত্রে ঢাকুরিয়া এলাকায় পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ধ্যানেশের গাড়ির চালককে একটি স্করপিও গাড়ি সহ আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

গাইঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, পঞ্চায়েত ভোটের দিন এই আগ্নেয়াস্ত্র নিয়ে ধ্যানেশ এবং তার দলবল গন্ডগোল পাকানোর পরিকল্পনা করেছিল বলে ধারণা তৃণমূলের কর্মীদের এবং তেমনই খবর রয়েছে পুলিশ প্রশাসনের কাছে। এ ব্যাপারে তার বিরুদ্ধেও গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে ধ্যানেশ এলাকাছাড়া।

অন্যদিকে ধ্যানেশের গাড়ির চালক গ্রেফতারের ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে বলে মনে করছে বিজেপি।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে গাইঘাটার অন্যতম ডাকাবুকো তৃণমূল কংগ্রেসের নেতা বলেই পরিচিত ছিলেন ধ্যেনেশ নারায়ন গুহ , ভোটের কয়েক দিন আগে হঠাৎই ঘাসফুল শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি।

বিধানসভা ভোটে গাইঘাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসকে পরাজিত করে বিজেপির সুব্রত ঠাকুর এর পরেই ঘটনার মোড় নেয় অন্যদিকে, মুকুল রায় তৃণমূলে যোগদান করতেই ফের তৃণমূলে যোগদান করবার চেষ্টা করে ধ্যানেশ । কিন্তু গাইঘাটা এলাকার তৃণমূল কর্মীরা ক্ষুব্দ ধ্যনেশ নারায়ণ গুহর উপড়ে , তার নামে নানান রকম পোস্টার পরে গোটা গাইঘাটা বিধানসভা এলাকা জুড়ে । তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাসের অভিযোগ বিভিন্ন সময় নানা রকমভাবে তোলাবাজি ও কালোবাজারির সাথে যুক্ত থেকে বহু জায়গা থেকে টাকা নিয়ে ফেরত দেয়নি সেই সব টাকা এর জন্য ও ধ্যানেশ এর নামে অভিযোগ করেছে স্থানীয় মানুষজনেরা , নরোত্তম বাবুর আরও অভিযোগ করে বলেনতাঁর কাছ থেকেও টাকা নিয়েছে ধ্যানেশ গুহ, তিনিও দু-একদিনের মধ্যেই অভিযোগ জানাবে স্থানীয় থানায় ।

পুলিশ সূত্রে জানাগিয়েছে, বৃহস্পতিবার গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকায় নাকা চেকিং করবার সময় বনগাঁ দিক থেকে ঠাকুরনগরের দিকে যাওয়ার সময় একটি স্করপিও গাড়ি দেখে সন্দেহ হওয়ায় তাকে আটক করে গাইঘাটা থানার পুলিশ। ওই গাড়িতে সেই সময় ছিলেন ধ্যানেস নারায়ণ গুহর গাড়ির চালক দেবব্রত বিশ্বাস। পুলিশি তল্লাশিতে উদ্ধার হয় দুটি আগ্নেয় অস্ত্র এবং দুটি কার্তুজ। এরপরই দেবব্রত কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি ধৃতকে জিজ্ঞাসাবাদ করার সময় দেবব্রত স্বীকার করে ধ্যেনেশ নারায়ণ গুহর কথাতেই সে ওই সমস্ত আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল।

এদিন ধৃত দেবব্রত কে বনগাঁ মহাকুমা আদালতে তোলা হয়। বিজেপি নেতা ধ্যেনেশ নারায়ণ গুহর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Previous articleদেশের রান্নাঘর: বাদাম ভর্তা
Next articleবনগাঁ মহকুমা প্রশাসন এবং আঞ্চলিক পরিবহণ দফতরের উদ্যোগে সফলভাবে টিকাকরণ সম্পন্ন হল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here