গর্জে উঠলেন নির্ভয়ার মা, বললেন ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না

0
605

দেশের সময় ওয়েবডেস্কঃ গতকাল টুইট করে নির্ভয়ার মা আশা দেবীর কাছে সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং আর্জি জানিয়েছিলেন, দোষীদের ক্ষমা করে দেওয়ার জন্য। সেই প্রসঙ্গে গর্জে উঠলেন আশা দেবী। স্পষ্ট জানিয়ে দিলেন, ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না। সেইসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিংকেও তীব্র আক্রমণ করেছেন আশা দেবী।

শুক্রবার টুইট করে ইন্দিরা জয়সিং বলেন, “আমি জানি কী পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে আশা দেবী গিয়েছেন। কিন্তু তাও আমি তাঁকে আর্জি জানাব, সনিয়া গান্ধীকে অনুসরণ করতে। যেভাবে সনিয়া গান্ধী নলিনীকে ( রাজীব গান্ধী হত্যাকারী ) ক্ষমা করে দিয়েছিলেন, বলেছিলেন ফাঁসি চান না, সেভাবেই আশা দেবীও নির্ভয়া মামলায় দোষী চারজনকে ক্ষমা করে দিন।”

এই কথার জবাবে ফুঁসে ওঠেন আশা দেবী। সংবাদসংস্থা এএনআইয়ের সামনে তিনি বলেন, “আমি ভাবতেও পারছি না, কোন সাহসে এই কথা বললেন ইন্দিরা জয়সিং। ক্ষমার কোনও প্রশ্নই ওঠে না। এই ক’বছরে সুপ্রিম কোর্টে ওনার সঙ্গে অনেকবার দেখা হয়েছে। উনি একবারও আমাকে জিজ্ঞাসা করেননি, আমি কেমন আছি। আজ উনি দোষীদের হয়ে কথা বলছেন। এই ধরনের লোকেরা ধর্ষকদের সমর্থন করে রোজগার করেন। আর তাই ধর্ষণের মতো ঘটনা থামে না।”

গতকাল দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারি নির্ভয়া মামলার চার দোষী পবন, মুকেশ, অক্ষয় ও বিনয়ের ফাঁসি হবে। এই ঘোষণার পরেও ফাঁসিতে দেরির জন্য প্রশাসনের উপর দায় চাপিয়েছেন আশা দেবী। আদালতের বাইরে দাঁড়িয়ে তিনি বলেন, “তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এই চলছে। প্রশাসন যদি ঠিকভাবে সবটা সামলাত তাহলে ফাঁসিতে এত দেরি হত না।”

আশা দেবী অভিযোগ করেছেন, তাঁর মেয়ের এই ঘটনাকে নিয়ে অনেকেই রাজনীতি করে নিজের ফায়দা তুলে এখন সরে পড়েছে। তিনি বলেন, “যখন আন্দোলন শুরু হয়, তখন যারা পাশে ছিল, তাদের অনেকেই আজ নেই। নিজেদের ফায়দা হয়ে যাওয়ার পর সবাই সরে পড়েছে। রাজনীতি করতেই তারা এসেছিল।”

Previous articleকলকাতা সহ সব পুরসভায় ভোট কি একই সঙ্গে,নাকি ধাপে ধাপে?
Next articleজয়েন্টে ১০০ শতাংশ পেলেন ৯ পরীক্ষার্থী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here