দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার খুলে দেওয়া হল ‘বিশ্ব বাংলা’ গেটের ওপরের রেস্তোরাঁটি। রেস্তোরাঁর উদ্বোধন করেন কলকাতার মহানাগরিক, রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, অভিনেত্রী পাওলি দাম। সেখানে একসঙ্গে ৫০ জন খাওয়াদাওয়া করতে পারবেন।
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশ্ব বাংলা গেটের উদ্বোধন করেছিলেন। আর আজ খেয়ে উদ্বোধন করা হল! দেবাশিসবাবুকে বলেছিলাম, এখানে আসব।’ বিশ্ব বাংলা গেটের প্রশংসা করে তিনি বলেন, ‘এটা কলকাতার গর্ব। কলকাতার নতুন আকর্ষণ। যাঁরা কলকাতা ঘুরতে আসবেন, তাঁরা এখানে আসবেন। আমরা ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকো পার্ক ঘুরতে যাই। এবার নতুন জায়গা যুক্ত হল এই গেট। আগে এখানে ৪৫ জন মানুষ একসঙ্গে উঠতে পারতেন। কিন্তু প্রচুর মানুষ আসতে চাইছেন। সুযোগ না মেলায় তাঁরা ফিরে যাচ্ছেন। তাই সেই সংখ্যা বাড়িয়ে করা হল ৫০। এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি।’ দেবাশিসবাবু বলেন, ‘এখানে পাওয়া যাবে ক্যাফে একান্তের সুস্বাদু সব পদ। রেস্তোরাঁ খুলবে সন্ধে ৭টা থেকে। বুক করে এলে ভাল হয়।’ শনিবার থেকেই লম্বা লাইন পড়ছে খাদ্যরসিক বাঙালির, কিন্তু চেয়ার সংখ্যা মাত্র ৫০ তাই মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে অনেক কেই৷
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশ্ব বাংলা গেটের উদ্বোধন করেছিলেন। আর আজ খেয়ে উদ্বোধন করা হল! দেবাশিসবাবুকে বলেছিলাম, এখানে আসব।’ বিশ্ব বাংলা গেটের প্রশংসা করে তিনি বলেন, ‘এটা কলকাতার গর্ব। কলকাতার নতুন আকর্ষণ। যাঁরা কলকাতা ঘুরতে আসবেন, তাঁরা এখানে আসবেন। আমরা ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ইকো পার্ক ঘুরতে যাই। এবার নতুন জায়গা যুক্ত হল এই গেট। আগে এখানে ৪৫ জন মানুষ একসঙ্গে উঠতে পারতেন। কিন্তু প্রচুর মানুষ আসতে চাইছেন। সুযোগ না মেলায় তাঁরা ফিরে যাচ্ছেন। তাই সেই সংখ্যা বাড়িয়ে করা হল ৫০। এ ব্যাপারে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি।’ দেবাশিসবাবু বলেন, ‘এখানে পাওয়া যাবে ক্যাফে একান্তের সুস্বাদু সব পদ। রেস্তোরাঁ খুলবে সন্ধে ৭টা থেকে। বুক করে এলে ভাল হয়।’ শনিবার থেকেই লম্বা লাইন পড়ছে খাদ্যরসিক বাঙালির, কিন্তু চেয়ার সংখ্যা মাত্র ৫০ তাই মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে অনেক কেই৷