দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত হয়েছেন শচীন তেন্ডুলকর। টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
টুইট করে শচীন বলেছেন, “কোভিডের সমস্ত প্রোটোকল মেনে চলেছি। নিজেকে সংক্রমণ মুক্ত রাখার চেষ্টাও করেছি। কিন্তু করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের মৃদু উপসর্গ আছে আমার। আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। ডাক্তারের সব পরামর্শ মেনে চলছি। বাড়িতে সকলেই কোভিড নেগেটিভ, সবাই সুস্থ আছেন।”
করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর। কিছুদিন আগেই রোড সেফটি সিরিজ খেলেছিলেন তিনি।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই ক্রমশ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ২৫৮ জন, মৃত্যু হয়েছে ২৯১ জনের। সচিনের হালকা উপসর্গ রয়েছে, একথা নিজেই জানিয়েছেন তিনি।