“কোচের নির্দেশে মাঠের যে কোন স্হানে খেলতে প্রস্তুত” খোলামেলা টনি ডোভাল

0
929

দেশের সময়, ওয়েব ডেস্ক:- লাল হলুদ জার্সি গায়ে জড়িয়েই ভারতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানালেন টনি ডোভাল। সই পর্ব শেষ হলে প্রথমেই তিনি বলেন, “এশিয়ান কাপে ভারতীয় ফুটবলারদের সমর্থন করবো”। “খুব ভালো ফল করবে সকলে”। “অতীতে ওদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি, সুনীল, গুরপ্রীত রা এখন দূরন্ত ছন্দে রয়েছেন”। বেঙ্গালুরু তে টনি-র খেলা বেশিদিন সম্ভব না হলেও তিনি বলছেন, “আজও ওদের সাথে কথা হয়”। “সকলের সাথে যোগাযোগ আছে”। “বন্ধুদের যেন ভালো হয় সবসময় তো এটাই চাইবো”। পাশাপাশি ইস্টবেঙ্গল-এ খেলা নিয়ে এই মুহূর্তে কলকাতা-র বাসিন্দা টনি ডোভাল বলছেন, “নতুন দলে নিজের সেরাটা দিতে চাইবো”। “কোচ যেখানেই দায়িত্ব দিক আমি সেখানেই দলের জন্য ভালো কিছু করতে প্রস্তুত”। “সেক্ষেত্রে উইথড্রয়াল হোক বা স্ট্রাইকার আমার কোন সমস্যা নেই”। “হ্যাঁ এটা ঠিক যে আক্রমন ভাগে এখনও আমাদের কিছু সমস্যা আছে”। “কিন্তু যে নেই তার কথা চিন্তা না করে আমাদের সকলের উচিৎ ভালো খেলে তার জায়গাটা পূরণ করা”। অন্যদিকে দিল্লি ডায়নামোজ থেকে লাল হলুদ শিবিরে যোগ দিচ্ছেন সিয়াম হাঙ্ঘাল। সূত্রের খবর, ২০১৮-১৯ মরসুমে লোনে তিনি ইস্টবেঙ্গল-এর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন। আগামী ৯ই জানুয়ারি তিনি লাল হলুদ শিবিরে যোগ দেবেন। চুক্তি শেষ হবে ১৯শে মে।

Previous articleব্যাডমিন্টন খেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, পোস্ট করলেন ফেসবুকে, ভাইরাল হল ভিডিও
Next articleIs Modi led BJP government is doing some wrong?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here