অর্পিতা দে ,দেশের সময়,কলকাতা: মঙ্গলবার কার্তিক পূর্ণিমা উপলক্ষ্যে জৈন সম্প্রদায়ের ২৪ তম তীর্থঙ্কর মহাবীরের মূর্তি নিয়ে একটি মিছিল বের হয় বড়বাজার অঞ্চল থেকে গৌরীবাড়ির পরেশনাথের মন্দির পর্য্যন্ত ৷ বিভিন্ন মূল্যবান ধাতু সোনা রুপো হিরে খচিত এই মূর্তিটি এই মন্দিরে দুদিনের জন্য থাকে৷ কথিত আছে ভগবান মহাবীর বদ্রীদাস প্রভুজির তৈরী এই মন্দিরে ঘুরতে আসেন। দেখুন ভিডিও:

মিছিলে মহাবীরের বিভিন্ন বাণী ও উপদেশ সম্পর্কিত বিভিন্ন প্রতীক ও মূর্তিও নিয়ে আসা হয়; যেখানে শান্তির ধ্বজা, হাতি, সোনার গাছে রুপোর ফল ইত্যাদি থাকে৷ বিগত ২০০ বছরেরও অধিক এই মিছিলের রীতি আজও বজায় রেখে আসছেন জৈন সম্প্রদায়ের মানুষজন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here