কাজটা কি ঠিক হয়েছে,ভাঙচুর করেছে যারা,তারা ভেবে দেখুক: মোদী

0
350

দেশের সময় ওয়েবডেস্কঃ কাজটা কি ভালো হয়েছে না খারাপ? আপনারাই ভেবে দেখুন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যাঁরা সরকারি সম্পত্তি নষ্ট করেছেন, তাঁদের উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিনি লখনৌতে অটলবিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সেখানে এক ভাষণে তিনি অশান্তি সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, “আপনারা বাড়িতে বসে ভাবুন, কাজটা কি ভালো হয়েছে? আপনারা অনেক বাস ভাঙচুর করেছেন। অন্যান্য সরকারি সম্পত্তিরও ক্ষতি করেছেন। ওই সম্পত্তি আমাদের আগামী প্রজন্মের হাতে তুলে দেওয়ার কথা ছিল।”

পরে তিনি হাঙ্গামা সৃষ্টিকারীদের উদ্দেশে বলেন, মনে রাখতে হবে, দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকারী। তাঁর কথায়, “নিরাপদ পরিবেশের মধ্যে বাস করা আমাদের অধিকার। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা করতে হবে। তা আমাদের কর্তব্য। আমি উত্তরপ্রদেশের প্রত্যেক বাসিন্দাকে বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা কেবল আমাদের অধিকার দাবি করে এসেছি। এখন আমাদের কর্তব্য পালনের ওপরেও জোর দিতে হবে।” উত্তরপ্রদেশ পুলিশের প্রশংসা করে তিনি বলেন, তারা ভাল কাজ করেছে।

মোদীর দাবি, সরকার বেশ কয়েকটি বিতর্কের শান্তিপূর্ণ সমাধান করেছে। তিনি বলেন, “রাম জন্মভূমি বিতর্ক শান্তিপূর্ণভাবে মিটে গিয়েছে। ৩৭০ ধারা ছিল একটা পুরানো রোগ। তার সমাধান করা ছিল আমাদের দায়িত্ব।”

গত সপ্তাহে উত্তরপ্রদেশের মুজফফরপুর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড় এবং ফারুখাবাদ জেলা থেকে বিক্ষোভ ও হিংসার খবর পাওয়া যায়। ওইসব অঞ্চলে পথে নামে হাজার হাজার মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

দু’মিনিটের এক ভিডিওতে দেখা যায়, রাজ্যের পূর্ব প্রান্তে গোরক্ষপুরে এক সরু গলির এক প্রান্তে দাঁড়িয়ে জনতা। অন্য প্রান্তে দাঁড়িয়ে আছে পুলিশ। দাঙ্গাহাঙ্গামা ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিয়ে এসেছে। পুলিশের কয়েকজনের হাতে ছিল অ্যাসল্ট রাইফেল। জনতাকে দেখা গিয়েছে, পুলিশের উদ্দেশে চিৎকার করছে। পাথর ছুড়ছে। কিছুক্ষণ পরে পুলিশকেও জনতার উদ্দেশে পাথর ছুড়তে দেখা গিয়েছে।

Previous articleশিক্ষিকা অ্যানাটমি পোশাক পরে বায়োলজির ক্লাস নিলেন
Next articleদশকের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখল রাজ্য, দুবাইয়ে দেখা গেল অগ্নিবলয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here