কলকাতায় আসার আগেই টুইট প্রধানমন্ত্রীর, নেতাজি জন্মজয়ন্তীতে আজ শহরে মোদী, রইল বিস্তারিত সময়সূচি

0
587

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে টুইট করলেন তিনি।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, “পশ্চিমবঙ্গের প্রিয় ভাই ও বোনেরা, পরাক্রম দিবসের, এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। কলকাতায় এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর-কেশরী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব।”

ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। বাংলায় আসার আগে অসম যাবেন প্রধানমন্ত্রী। অসমের শিবসাগরে দেড় লক্ষ লোককে পাট্টা বিলির কর্মসূচি রয়েছে তাঁর। প্রসঙ্গত, একুশে বাংলার সঙ্গে অসমেও বিধানসভা ভোট রয়েছে।

ন্যাশনাল লাইব্রেরিতে প্রথম কর্মসূচি

দুপুর সাড়ে ৩টে নাগাদ কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। খানে নেতাজি সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলন রয়েছে। যার মূল বিষয়বস্তু, একবিংশ শতাব্দীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফিরে দেখা। এই অনুষ্ঠানে বিভিন্ন খ্য়াতনামা শিল্পীর উপস্থিত থাকার কথা রয়েছে। যাদের সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিদ্বজ্জনদের উপস্থিতিও দেখা যেতে পারে অনুষ্ঠানে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবস

বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালে ‘পরাক্রম দিবস’ অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী। ভারতের স্বাধীনতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের কথা চিন্তা করে তাঁর জন্মদিনকে পরাক্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর নিয়ম করে ২৩ জানুয়ারি এই ‘পরাক্রম দিবস’ পালন করা হবে। মূলত, দেশের যুব প্রজন্মের কাছে দেশাত্ববোধের উন্মেষ ঘটাতেই মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বক্তব্য় বিজেপির। কিছু মহলে শোনা গিয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম আজ পরিবর্তন হয়ে নেতাজির কিংবা আজাদ হিন্দ ফৌজের নামে আজ হতে পারে। যদিও সরকারের তরফ থেকে এখনও তেমন কিছু শোনা যায়নি। ফলে এদিনকেও নজর রয়েছে সবার।

প্রদর্শনশালার উদ্বোধন

এই অনুষ্ঠান উপলক্ষে নেতাজির ওপর একটি স্থায়ী প্রদর্শনশালার উদ্বোধন করা হবে। এছাড়াও নেতাজির স্মারক হিসাবে একটি কয়েন ও ডাক টিকিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।নেতাজিকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিতি থাকবেন প্রধানমন্ত্রী। সুভাষচন্দ্রের স্মৃতিতে ‘আমরা নুতন যৌবনেরই দূত’ নামের একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে এখানে। 

পশ্চিমবঙ্গে আসার আগে প্রধানমন্ত্রী যাবেন অসমে। সেখানেও বেশ কিছু কর্মসূচি রয়েছে তাঁর। নেতাজির জন্মদিবস উপলক্ষ্যে গোটা দেশে পরাক্রম দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেইসঙ্গে গঠন করা হয়েছিল এক বিশেষ কমিটি। সেই কমিটিতে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও। বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই কর্মসূচি খুব গুরত্বপূর্ণ। আজকের সভায় তিনি কী বার্তা দেন, সেই দিকেই নজর রয়েছে সব মহলের। 

Previous articleনেতাজি জয়ন্তীতে কলকাতায় প্রধানমন্ত্রী, শুভেন্দুর সঙ্গে কথাও হবে,নন্দীগ্রামে কি প্রচারে যাবেন মোদী?
Next articleপ্রতারণা থেকে সাবধান মিথুন! মকরের আয়ের যোগ:রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here