করোনা সংক্রমণ ভয়, ১ জানুয়ারি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির , বেলুড় মঠ সহ বাগবাজার মায়ের বাড়ি

0
550

দেশের সময় ওয়েবডেস্কঃ বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কা।ক্রমেই দেশে থাবা বসাচ্ছে ওমিক্রন।তার জেরে বাড়ছে সংক্রমণ। গত দিনের তুলনায় ৪৪ শতাংশ বেড়েছে সংক্রমণ। সতর্ক হয়েছে কেন্দ্র। কড়া হল রাজ্যও। এদিন মুখ্যমন্ত্রী মমতা বললেন, ফের বন্ধ হতে পারে স্কুল কলেজ। সেই নিয়ে পর্যালোচনার নির্দেশ দিলেন। 

রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। নেপথ্যে ওমিক্রনের হাত দেখছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই খেল দেখাতে শুরু করে দিয়েছে কোভিডের নতুন প্রজাতি। সতর্কতা জারি করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার। এবার সেই মতোই সাবধান হচ্ছে ধর্মীয় স্থানগুলো।

ব্রিটেন, আমেরিকায় গত এক মাসে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ওমিক্রন নতুন করে ত্রাস সৃষ্টি করেছে ইউরোপ, আমেরিকায়। বাদ পড়েনি ভারতও ৷ এই পরিস্থিতিতে সামনেই বর্ষবরণ উৎসব।

আর পয়লা জানুয়ারি মানেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন৷ যদিও এ বছর দেখা যাবে না সেই ছবি৷ কারণ, আগামী ১ জানুয়ারি ভক্তদের জন্য বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির৷

করোনা অতিমারির ধাক্কায় মন্দির খোলার পর থেকেই বিভিন্ন বিধিনিষেধ মেনে পুজো দিতে হচ্ছিল দক্ষিণেশ্বর মন্দিরে৷ যদিও ১ জানুয়ারি সেই ঝুঁকি নিতেও রাজি নন মন্দির কর্তৃপক্ষ ৷

মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিপুল জনসমাগম থেকে করোনা সংক্রমণের আশঙ্কা ঠেকাতেই ১ জানুয়ারি মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

১ জানুয়ারি কল্পতরু দিবস উপলক্ষে দক্ষিণেশ্বর, বেলুড় মঠে প্রচুর মানুষ ভিড় করেন৷ এ বছর অবশ্য ১ জানুয়ারি বেলুড় মঠও বন্ধ থাকছে৷

বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে, আগামী ১ থেকে ৪ জানুয়ারি মঠে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে৷ এবার একই পথে হাঁটল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষও৷ পাশাপাশি বাগবাজার মায়ের বাড়ির কর্তৃপক্ষের তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী ১ ও ২ জানুযারি শনি ও রবিবার আনিবার্য কারণে শ্রীশ্রী মায়ের দর্শন – প্রণাম বন্ধ থাকবে৷

এবিষয়ে অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ মহারাজ জানিয়েছেন করোনার তৃতীয় ঢেউ-এর আশঙ্কায় রয়েছে বলে জানাগিয়েছে, জনসমাগম থেকে করোনা সংক্রমণের আশঙ্কা ঠেকাতে এবং মাযের ভক্তদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মঠ কর্তৃপক্ষ৷

১ জানুয়ারি বহু মানুষ ভিড় করেন দক্ষিণেশ্বর মন্দিরে। মায়ের পুজো দিয়ে বছরটা শুরু করতে চান তাঁরা। সকাল থেকে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে পুজো দেন। এই ভিড় এড়ানোর জন্য মন্দির বন্ধ রাখা হচ্ছে এ বছর। কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড সংক্রমণ ঠেকানোই উদ্দেশ্য। যদিও গত দেড় বছর ধরে কোভিড বিধি মেনেই পুজো হচ্ছে সেখানে। নির্দিষ্ট সময়ে খোলা হচ্ছে মন্দির।  ওই দিন বন্ধ থাকছে বেলুড় মঠও। ১ জানুয়ারি কল্পতরু উৎসবে বহু ভক্ত ভিড় করেন বেলুড়ে। তাই রামকৃষ্ণ মিশনের তরফে আগেই ঘোষণা করা হয়েছে, যে ওই দিন বন্ধ থাকবে বেলুড় মঠ। শুধু ওই দিন নয়। ১ থেকে ৪ জানুয়ারি সেখানে প্রবেশ করতে পারবেন না সাধারণ মানুষ। এবার সেই পথে হাঁটল দক্ষিণেশ্বর মন্দিরের পাশাপাশি বাগবাজার শ্রীশ্রী মায়ের বাড়িও। 

Previous articleOmicron :দেশে ২৪ ঘণ্টায় ৪৪% বাড়ল দৈনিক সংক্রমণ, ওমিক্রন আক্রান্ত বেড়ে ৭৮১
Next articleMamata Banerjee: কোভিড বাড়লে ফের বন্ধ স্কুল কলেজ, লাগাম পরতে পারে লোকাল ট্রেনেও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here