Home NEWS কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা, একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

0
378

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে শীত এল শহরে। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। পারদ পতনের সঙ্গে সঙ্গে বইছে হাড়কাঁপানো ঠান্ডা হাওয়াও। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়েছে। হু হু করে নামছে তাপমাত্রা। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বুধবার থেকেই পারদ নামছিল শহরে। বৃহস্পতিবারও ছবিটা একই কলকাতায়। হাওয়া অফিস জানিয়েছে, একধাক্কায় প্রায় ৩ ডিগ্রি কমেছে তাপমাত্রা। সপ্তাহ শেষ পারদ আরও নামতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আলিপুর জানিয়েছে, সপ্তাহ শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রি কোঠায়। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নামতে পারে ৮ বা ৯ ডিগ্রি সেলসিয়াসে।

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কেটে যাওয়ায় রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর কোনও বাধা নেই। উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও একলাফে নেমে গিয়েছে অনেকটাই। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সেটাই কমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি।বৃহস্পতিবার পারদ আরও নেমেছে। তবে উত্তুরে হাওয়ার দাপটে রাতারাতি পারদ অনেকটা নেমে গেলেও এখনও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশিই রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার রাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কম হতে পারে। ফলে শীত যে কলকাতায় এসে গিয়েছে একথা বলাই যায়।

গত কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবারই এখনও পর্যন্ত শহর কলকাতার শীতলতম দিন। সপ্তাহ শেষে পারদ আরও কমে জাঁকিয়ে শীত পড়বে বলে অনুমান করছেন আবহবিদরা। তবে এর মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা দিলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা সৃষ্টি হবে। ফলে একধাক্কায় পারদ পতনের মতোই একলাফে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বেড়েও যেতে পারে।

Previous articleYour Shot ?
Next articleবনগাঁ হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here