এমাসেই মিলবে বকেয়া ডিএ-মুখ্যমন্ত্রী

0
719

দেশের সময়ওয়েবডেস্ক: ১৯এর প্রথমেই রাজ্য সরকারিকর্মীদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোাপাধ্যায়। ইলামবাজারের সভা থেকে তিনি ঘোষণা করেন জানুয়ারি মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারিকর্মীদের বকেয়া ডিএ। এরজন্য রাজ্য সরকারকে অতিরিক্ত কয়েক কোটি টাকা খরচ করতে হবে। অনটনের মধ্যেও রাজ্য সরকারিকর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে এদিন তিনি বলেন যাঁরা সারাদিন গরুপুজো করে চলেছেন আর রাম পুজোর দোহাই দিয়ে ভেদাভেদের রাজনীতি করছেন তাঁরা ভুলে গিয়েছেন রাম যাঁর পুজো করেছিলেন সেই দুর্গার পুজো করে বাংলা। এই ভেদাভেদের রাজনীতিতে রাজ্যবাসী যেন কান না দেন সেই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, বাংলায় গণতন্ত্র নেই বলে সরব হয়েছেন, তাঁদের জানিয়ে রাখি বাংলাই দেশকে শেখায়। কারণ বাংলাতেই সবচেয়ে ভাল গণতন্ত্র রয়েছে।কৃষকদরদি মোদি যে ডাঁহা ফেল পশ্চিমবঙ্গ সরকারের কাছে তা আবারও বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক কল্যাণে রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে ইলামবাজারের সভা থেকে রাজ্যবাসীকে সচেতন করলেন তিনি। নতুন বছরের শুরুতেই কৃষকদের স্বার্থে কৃষকবন্ধু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। যাতে কৃষক পরিবারের কারোর মৃত্যু হলে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। এমনকী বছরে একবার একর প্রতি চাষের জন্যও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। এবার শস্য বিমার পুরো টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে কৃষকদের সাবধান করে তিনি বলেছেন কোনওভাবেই ফোড়েদের কথায় কান দেবেন না। সরকার সঠিক মূল্যে চাল কিনবে। পাঁচ তারিখ থেকেই শুরু হতে চলেছে ধান দিয়ে চেক নিন প্রকল্প। এখানে ধানের বিনিময়ে হাতে হাতে চেক পেয়ে যাবেনকৃষকরা।
একদিকে যখন মহারাষ্ট্রের পেঁয়াজ চাষি এবং উত্তর প্রদেশের আলু চাষিরা ফলনের উৎপাদন মূল্যও হাতে পাচ্ছেন না তখন মমতার একাধিক প্রকল্প যে ভোটবাক্সে বড় প্রভাব ফেলবে তাতে কোনও সন্দেহ নেই। শুধু কৃষকদের জন্যই নয় ছাত্র–যুবদের কর্মসংস্থানেও রাজ্য সরকার বড় পদক্ষেপ করেছে। খেলোয়াড় কোটায় সাড়ে চার লাখ চাকরি হবে বলে এদিন ইলামবাজারের সভায় জানিয়েছেন। এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প তো আছেই। মোটের উপর মোদি সরকারের একাধিক জনমোহিনী প্রকল্প মমতার এই বিপুল জনকল্যাণমুখি প্রকল্পের কাছে যে মুখ থুবরে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Previous articleদিল্লিরকারখানায় বিস্ফোরণে মৃত এক শিশু সহ অন্তত ৭
Next articleস্লেজিং ইস্যুতে বিরাট কোহলি-র পাশে রিকি পন্টিং, কি বলছেন তিনি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here