‘এক দেশ এক রেশন কার্ড’,চালু হয়ে গেল,রাজ্যে না’ মমতার

0
609

দেশের সময় ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালু করতে দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্র ১ জানুয়ারি থেকেই এই নতুন ব্যবস্থা চালু করে দিল। কাজ শুরু হল দেশের ১২ রাজ্যে। এবার থেকে এই ১২টি রাজ্যের বাসিন্দারা এই ১২টি রাজ্যে যেকোনও জায়গা থেকে রেশন সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র তাঁদের ডিজিটাল রেশন কার্ড দেখিয়েই পাবেন চাল, গম, চিনি ইত্যাদি।

কেন্দ্রের বক্তব্য, এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন শ্রমিকরা। কারণ, কাজের জন্য তাঁদের একাধিক রাজ্যে গিয়ে থাকতে হয়। সেখানে রেশন পান না তাঁরা। এই কার্ড সঙ্গে থাকলে দেশের যেকোনও প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন তাঁরা। সে কারণেই গত এক বছর ধরে রেশন কার্ড ডিজিটাল করার প্রক্রিয়া শুরু হয়েছে। ‘এক দেশ এক রেশন’ পরিষেবা গোটা দেশে চালু হয়ে গেলে সব নথি অনলাইনে থাকবে। দেশের কোন প্রান্ত কত পরিমাণ রেশন যাচ্ছে তার উপরেও নজর রাখতে পারবে কেন্দ্রীয় সরকার। রেশনে চুরির ঘটনাও কমবে। এত কারচুপির সম্ভাবনা থাকবে না বলেই মনে করছে কেন্দ্র।

নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে বিতর্কের মধ্যেই পূর্ব ঘোষণা মতো ১ জানুয়ারি থেকে ‘এক দেশ এক রেশন কার্ড’অর্থাৎ, অভিন্ন রেশন ব্যবস্থা চালু হয়ে গেল। আপাতত ‘এক দেশ এক রেশন কার্ড’ ব্যবস্থা চালু হল অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, গোয়া, ঝাড়খণ্ড ও ত্রিপুরায়। সিএএ-এনআরসি’র মতো অভিন্ন রেশন কার্ডেরও বিরোধিতায় সরব তৃণমূল। রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এক দেশ এক রেশন কার্ড তারা মানবে না। পশ্চিমবঙ্গে পুরনো রেশন ব্যবস্থার উপরেই পূর্ণ আস্থা রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, যেসব রাজ্যে অভিন্ন রেশন ব্যবস্থা চালু হল, সেখানে একটি অভিন্ন রেশন কার্ড দিয়ে যে কোনও রেশন দোকান থেকে মালপত্র তুলতে পারবেন গ্রাহকরা। উল্লেখযোগ্য বিষয় হল গুজরাট-ত্রিপুরার মতো বিজেপি শাসিত রাজ্য ছাড়াও কেরালার মতো বামশাসিত রাজ্যেও চালু হল এই নিয়ম।

কেন্দ্রের দাবি, এতে প্রায় সাড়ে তিন কোটি মানুষ উপকৃত হবেন। দেশে প্রায় ৭৯ কোটি মানুষের হাতে রেশন কার্ড রয়েছে। ধাপে ধাপে সারা দেশেই অভিন্ন রেশন ব্যবস্থা চালু করা হবে। সব রাজ্য সরকারকে চিঠি দিয়ে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ২০২০-এর ১ জুন থেকে দেশজুড়ে অভিন্ন রেশন কার্ড চালু হবে। তার জন্য প্রতিটি রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

Previous articleপ্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে এবার জায়গা পাচ্ছে না পশ্চিমবঙ্গের ট্যাবলো ফুঁসে উঠল তৃণমূল
Next articleবাগদাদে আমেরিকার এয়ারস্ট্রাইক,নিহত ইরানের সেনাপ্রধান-সহ অন্তত আট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here