উৎসবে যানযন্ত্রণা মুক্ত ভিআইপি ও যশোর রোড. নীলাদ্রি ভৌমিক:

0
895

এবারের শারদ উৎসবে যানযন্ত্রণা মুক্ত ভিআইপি ও যশোর রোড. নীলাদ্রি ভৌমিক. উৎসবের মুখে এবার অনেকটাই স্বস্তিতে ঠাকুর দেখতে আসা দর্শনার্থী সহ পথ চলতি মানুষ। বিশেষ করে লেকটাউনে শ্রীভূমির পুজোর ভিড় এবার চতুর্থীর দিন থেকেই যথেষ্ট নিয়ন্ত্রণে৷ কারণ, গত ১২ অক্টোবর গোলাঘাটা আন্ডারপাস চালু হয়ে গেছে। ইতিমধ্যে ৫ অক্টোবর শ্রীভূমির আন্ডারপাসও চালু হয়ে গিয়েছে। পূর্ত দফতর সূত্রে খব পুজোর মুখে পথ চলতি মানুষের সুবিধার্থে শ্রীভূমি ও গোলাঘাটার দু’টি আন্ডারপাস চালু করে দেওয়া হল, আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই। এর ফলে ভিআইপি রোড এবং যশোর রোডে চতুর্থীর দিন থেকে ভিড় অনেকটাই নিয়ন্ত্রণে ৷ একই সঙ্গে বিমান বন্দরের ভিতর দিয়ে যাওয়ার জন্য আরেকটি গেটও চালু হয়েছে। ছোট ও প্রাইভেট গাড়ি দু’দিকের দু’টি গেট দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারবেন দর্শণার্থীরা। উত্তর২৪পরগনার বনগাঁ শহরকেও সম্পূর্ণভাবে যানজট থেকে মুক্ত করতে পুরসভা এবং পুলিশ প্রশাসান একসাথে কাজ শুরুকরেছে৷ বনগাঁ পুরপ্রধান শঙ্কর আঢ্য জানান,বাংলাদেশ সহ বিডিন্ন গ্রামের ল্ক্ষ লক্ষ দর্শণার্থীরা এই শহরে পুজো যাতে ভাল ভাবে উপভোগ কোরতে পারেন,তার জন্য শহরের বিভিন্ন রাস্তা সংস্কার করা হয়েছে৷কোন রকম যানজট না হয় তার জন্য পুরকর্মী সহ পুলিশ প্রশাসনের সহযোগীতা নেওয়া হয়েছে।যশোররোড সহ বেশ কিছু রাস্তার ফুটপাত চওড়া করা হয়েছে৷- দেশের সময়:

Previous article“সম্পাদকীয়” ~
Next articleলাইনচ্যুত নিউ ফরাক্কা-দিল্লি এক্সপ্রেস, বাড়ছে মৃতের সংখ্যা। আহত বহু: রমন ভৌমিক:দিল্লি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here