আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে ইন্টারনেট পরিসেবা বন্ধের ঘোষণায় উদ্বিগ্ন ছিলেন ইন্টারনেট ব্যবহারকারীরা। তবে ভারতবাসীর চিন্তার কোনও কারণ নেই। সব ব্যবস্থাই করা আছে। একথা জানিয়ে দিলেন জাতীয় সাইবার সিকিওরিটির আহ্বায়ক গুলশন রাই। যদিও ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইন্ড নেমস্ অ্যান্ড নাম্বার্স (আইসিএএনএন)–এর মুখপাত্র সিঙ্গাপোর থেকে সাফ জানিয়েছেন যে, ডোমেন সার্ভার শাটডাউন হলেও ইন্টারনেট ব্যবহারকারীরা সেভাবে কোনওরকম সমস্যাতেই পড়বেন না। তাহলেও ইন্টারনেট আগামী দু’দিন বন্ধ থাকার খবরে বিশ্বজুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তবে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের কোনও রকম প্রভাব পড়বে না বলে ফের আরেকবার আশ্বস্ত করল জাতীয় সাইবার সিকিওরিটি। আর এর সঙ্গেই হাঁফ ছেড়ে বাঁচলেন ভারতীয় নেটিজেনরা। ইন্টার নেট বিপর্যয় থেকে মুক্তি পাওয়ার খবরে খুশি গোটা ভারত৷