দেশের’ সময়, হাবরা: বিজেপির বড়ো বড়ো নেতারা বড়ো বড়ো ভাষন দিয়ে বলেছিলেন, আমি যেখানে ভোটে দাঁড়াবো আমাকে নাকি হারিয়ে দেবেন। তা ওইসব বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলছি, আমি তো হাবড়ার প্রার্থী হয়েছি। ভোটের প্রচার,দেওয়াল লিখনও কমপ্লিট। আপনারা কেউই তো আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে সাহস পাচ্ছেন না। এখনো পর্যন্ত আমার বিরুদ্ধে প্রার্থীই দিতে পারলেন না। খেলবো কার সঙ্গে।’
সোমবার হাবড়া বিধানসভার পৃথিবা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি জায়গায় গিয়ে দলীর কর্মীদেরকে নিয়ে বুথ ভিত্তিক আলোচনার পাশাপাশি এলাকায় প্রচার করতে এসে এই কথাই বললেন হাবড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি মনে করেন, মানুষের পাশে সারা বছর সুখে, দুঃখে থাকলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। যেটা তিনি করে থাকেন সারা বছর ধরে। আর এলাকার উন্নয়ন নিয়ে যা কাজ হয়েছে, তাতে করে ভোটের প্রচারে গিয়ে মানুষের ভালোই সমর্থন পাচ্ছেন। বিজেপির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা তো ভোটের আগে পরিযায়ী পাখিদের মত এলাকায় আসেন। আর ভোট মিটে গেলে টিকিটুকুও দেখতে পাওয়া যায় না আপনাদের। তাই তো আপনাদের কেউ প্রার্থী হতে চাইছেন না। সেই কারনে কেন্দ্রীয় মন্ত্রী, বর্তমান সাংসদদের আপনারা প্রার্থী করেছেন। এর পরে দেখতে হবে ওইসব কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদরা এবার পঞ্চায়েত, পৌরসভা ভোটে প্রার্থী হচ্ছেন।’
এদিন তিনি ফের বলেন, ‘কেন্দ্র সরকার নভেম্বর মাস থেকে রেশন বন্ধ করে দিলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষদের এখনও বিনামূল্যে রেশন দিয়ে যাচ্ছেন। ভোটে জয়লাভ করার পর তিনি সারা জীবনের জন্য রেশন ফ্রিতে দেবেন বলেও ঘোষণা করে রেখেছেন।’