আধার – প্যান সংযোগ নিয়ে জানুন জরুরি কিছু তথ্য, ৩০ জুন শেষ দিন

0
528

দেশের সময় ওয়েবডেস্কঃ জুন মাসের ৩০ তারিখ শেষ দিন। এর মধ্যে আধার নম্বর ও প্যান সংযোগ না করলে কার্যকর থাকবে না প্যান। ৩১ মার্চ ছিল শেষ তারিখ। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণের জেরে লকডাউন ঘোষণার পরে সময়সীমা বাড়িয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর পরে আর সময় বাড়ানো হবে কিনা তা এখনও পর্যন্ত জানায়নি কেন্দ্র। মনে রাখতে হবে আয়কর জমা দেওয়া থেকে ব্যাঙ্কে বেশি টাকার লেনদেন এখন অনেক কিছুর জন্য প্যান জরুরি। আর প্যান কার্যকর রাখতে তার সঙ্গে আধার সংযোগও জরুরি।

এখনও যাঁরা আধার-প্যান সংযোগ করেননি তাঁরা জেনে নিন কিছু জরুরি তথ্য:

১। আধার ও প্যান সংযোগ করা একেবারেই সহজ। এটা ঘরে বসেই করা যায়। আয়কর দফতরের পোর্টালে গিয়ে যেমন করা যায় তেমনই মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও করা যায়। এসএমএস পাঠানো যেতে পারে ৫৬৭৬৭৮ কিংবা ৫৬১৬১ নম্বরে। ইংরেজিতে লিখতে হবে UIDPAN12digit Aadhaar>10digitPAN ও পাঠিয়ে দিতে হবে।

২। যাঁরা এই ভাবে করতে পারবেন না তাঁরা কাছাকাছি প্যান সার্ভিস সেন্টারে যেতে পারেন।

৩। নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান ও আধার সংযোগ না করলে প্যানটি অকার্যকর হয়ে যাবে।

৪। মনে রাখতে হবে অকার্যকর প্যান কোথাও জমা দিলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৫। তবে অনাবাসী ভারতীয়দের জন্য আধার ও প্যান সংযোগ বাধ্যতামূলক নয়। তবে চাইলে কেউ করতেই পারেন।

Previous articleএবার দেবীদর্শন করতে পারবেন ভক্তরা,খুলছে দক্ষিণেশ্বর মন্দির
Next article‘করোনা এক্সপ্রেস’ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে দিলীপ বলেন সরকারটা ভূতে চালাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here