দেশের সময় ওয়েবডেস্ক: শুরুটা দূরন্ত ছন্দ দিয়ে হলেও পরবর্তীতে ঘরের মাঠে চেন্নাই ও অ্যাওয়ে ম্যাচে আইজল এফসি-র বিরুদ্ধে পরাজয় এই মুহূর্তে যথেষ্ট চিন্তায় রেখেছে লাল হলুদ শিবিরকে। এমন পরিস্থিতিতে আজ আবারও ঘরের মাঠে নামবে আলেহান্দ্রোর ছেলেরা। অতীতের দুটি ম্যাচে পরাজয়ের গ্লানি ভুলে তিন পয়েন্ট তুলতে মারিয়া ইস্টবেঙ্গল আজ ঝাপিয়ে পরবে মিনার্ভার বিরুদ্ধে। সূত্রের খবর, জয় নিশ্চিত করতে আজ দলে তিনটি বদল ঘটাতে পারেন স্প্যানিশ কোচ। যেখানে ডিফেন্স বিগত ম্যাচগুলোতে নিঃসন্দেহে ভাবিয়েছে ইস্টবেঙ্গল ব্রিগেডকে। আর সেই কথা মাথায় রেখে আজ লালরিনডিকার স্হানে কাশিমকে দেখা যেতে পারে। পাশাপাশি মনোজ মহম্মদের বিরুদ্ধে লেফ্ট ব্যাকে নামতে পারেন ফানাই। গোলে উবেদের পরিবর্তে রক্ষিত ডাগর-কে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য কলকাতা লিগ হোক বা আই লিগ লাল হলুদ ডিফেন্স-কে সম্পুর্ন ভরসা যোগাতে ব্যার্থ জনি অ্যাকোস্টা। যদিও তার জায়গায় বিকল্প কিছু ভাবতে নারাজ কোচ। এদিন সাংবাদিক সন্মেলনে আলেহান্দ্রো বলেন, “গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে নামছি আমরা”। “বিগত দুটি ম্যাচে দল পরাজিত হয়েছে”। “কিন্তু ঘরের মাঠ হওয়ায় এই ম্যাচে সমর্থকদের উন্মাদনা দলকে অন্য মাত্রায় যুক্ত করবে”। “শেষ কথা একটাই আমরা জিততে চাই”। “পয়েন্ট বা নম্বর দেখে সবকিছু বোঝা সম্ভব নয়, আমাদের ভালো খেলতে হবে”।