আজব ঘটনা হলদিয়ায়, টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, রান্নাও শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা

0
1155

দেশের সময় ওয়েবডেস্কঃ আজব ঘটনা। রীতিমতো তাজ্জব হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। টিউবওয়েল থেকে জলের জায়গায় বের হচ্ছে গ্যাস। আর তাতে মনের আনন্দে রান্না করছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনা দেখতে উপচে পড়ছে ভিড়। কী ভাবে এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটার খড়িবেড়িয়া এলাকায়। গ্রামের মানুষদের সুবিধার জন্য দু’মাস আগে একটি সাবমার্শিয়াল টিউবওয়েল তৈরি হয়। আর তারপর থেকেই এই টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস। আর তারপরেই ওই টিউবওয়েলের পাইপের আশেপাশে আরও কয়েকটি পাইপ লাগিয়ে ফেলে স্থানীয় বাসিন্দারা। সেই পাইপ থেকেও গ্যাস বের হতে থাকে। এই গ্যাস কাজে লাগিয়ে রান্নার কাজও শুরু হয়েছে।

এলাকায় যেতেই পুরো বিষয়টা ভালভাবে বোঝা যাচ্ছে। মাটির নীচ থেকে বের হওয়া গ্যাস ব্যবহার করে চলছে দেদার রান্নাবান্না। এমনকি ওই গ্যাসকে কাজে লাগানো হচ্ছে এলাকার বেশ কিছু বাড়িতেই। মাছের ঝোল, ভাত থেকে শুরু করে রাস্তার ধারে চায়ের দোকানে চা তৈরি হচ্ছে ওই গ্যাসেই। ওই গ্যাস পাইপলাইনের মাধ্যমে ওভেনে লাগিয়ে দিলেই কেল্লাফতে। সেটাই করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে বসানো হয়েছে ওই সাবমার্শিয়াল টিউবওয়েল। এর গভীরতা প্রায় ১০০০ ফুট। দু’মাস আগেই সেই কল বসানোর কাজ শেষ হয়। আর তারপর থেকে কল থেকে জলের পাশাপাশি উপরি পাওনা হিসেবে বের হচ্ছে গ্যাস। প্রথমে স্থানীয় বাসিন্দারা ভাবেন নতুন কল বলে হয়তো এই ধরনের ঘটনা ঘটছে। কিন্তু দু’মাস ধরে বেরিয়ে চলেছে গ্যাস। আর সেই গ্যাসকে ব্যবহার করতে ছাড়েনি সাধারণ মানুষরা। রান্নার কাজে গ্যাসের খরচা বাঁচিয়ে চলেছে তারা।

এই ঘটনার বিষয়ে হলদিয়া বিজ্ঞান মঞ্চের তরফে বলা হয়েছে, ওই এলাকায় আগে গরু চড়ত। ফলে গোবর জমত। আর এই গোবর অনেক বছর ধরে মাটির নীচে চাপা পড়ে গোবর গ্যাসে পরিণত হতে পারে। আর সেই গ্যাস মাটির নীচ থেকে বের হচ্ছে বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তাঁরা।

Previous articleনারীদের নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপ, সব রাজ্যকে নির্দেশিকা কেন্দ্রের
Next articleচিনের সঙ্গে কথা বলে লাভ নেই,লাদাখ ইস্যুতে মন্তব্য আমেরিকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here