আজও কি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত? আবহাওয়ার পূর্বাভাস জানুন

0
819

দেশের সময় ওয়েবডেস্কঃশনিবারও দক্ষিণবঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই মুষলধারে বৃষ্টি হতে পারে। 

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

শনিবার সকাল থেকে আকাশ মেঘলা। শুক্রবার ভোর বেলাতেই প্রবল বৃষ্টি হয় শহরে। তার জেরে একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। 

জানা গিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার পর বারানসি ও  পাটনা হয়ে শান্তিনিকেতন ও ডায়মন্ড হারবার এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এই জলীয় বাষ্প তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। যার প্রভাবে শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে৷
উত্তরবঙ্গে আপাতত রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে।

Previous articleDaily Horoscope: কেমন যাবে আপনার আজকের দিন জানুন
Next articleকোভিড বিপর্যস্ত বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত: হাসিনা সরকারকে ১o৯টি অ্যাম্বুল্যান্স উপহার দিল মোদী সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here