আছড়ে পড়ল ফণী! পশ্চিমবঙ্গের দিকে বাঁক নিয়েছে। মেঘ বাড়ছে শহরেও

0
1232

দেশেরসময় ওয়েবডেস্ক:পূর্বাভাস সত্যি করে, শুক্রবার সকালেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফণী। তুমুল ঝড়ে বিপর্যস্ত সৈকত।শুক্রবার ভোরেই কোনও খারাপ খবর বা এলেও, সকাল থেকেই মেঘে ঢাকা শহরের আকাশ। ফণীর প্রভাব যে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, আকাশের অবস্থা তা প্রমাণ দিচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ফণীর প্রভাবে শুক্রবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। তাপমাত্রার পারদও কমছে সকাল থেকেই। তবে শুক্রবার সকাল থেকই আসন্ন ফণীর কারণে ভয়ঙ্কর হয়ে উঠছে পুরী৷ চলছে ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ইতিমধ্যেই ঝড় ওড়িশার ও পশ্চিমবঙ্গের দিকে বাঁক নিয়েছে।
শুক্রবার সকাল থেকে ফণীর ভয়ে পুরী-দীঘার সমস্ত ছবিটাই যেন বদলে গিয়েছে৷ আজ সন্ধ্যা থেকে ৪ তারিখ সন্ধ্যা পর্যন্ত দুর্যোগের আশঙ্কা সব থেকে বেশি৷ ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানা যাচ্ছে৷ মৎস্যজীবী-পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

কলকাতাতেও সকালে ব্যস্ত সময় থেকে খাঁ খাঁ করছে জেটি। পারাপার বন্ধ।
৫ তারিখ থেকে দুর্যোগ কেটে যাবে বলে মনে করা হচ্ছে৷ তবে তার আগের দু’দিনের দুর্যোগের মোকাবিলায় সতর্কতা জারি করা হয়েছে৷ সকাল ৯.৩০ মিনিট নাগাদ পুরীতে ফণী আছড়ে পড়েছে। ঘন্টায় ২০৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে৷ ওড়িশার ত্রাণ শিবিরে ইতিমধ্যেই জড়ো হয়েছেন ১১ লক্ষ মানুষ৷ উপকূলে নজরদারিতে রয়েছে কোস্ট গার্ড৷ উপকূলে রয়েছে নৌসেনার দু’টি জাহাজ৷

Previous articleWatch “An interview with film director Sandip Ray on his father, Satyajit Ray’s 98th Birthday” on YouTube
Next articleকাল বঙ্গে ঢুকবে ফণী! কতটা হবে তার প্রভাব, জেনে নিন “ফণীর প্রভাবে বনগাঁ সীমান্তে বৃষ্টি শুরু”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here