আগ্নেয়াস্ত্র-গুলি ও নিষিদ্ধ তরল মাদক সহ গোপালনগরে ধৃত ২ দুষ্কৃতী

0
825

দেশের সময় , গোপালনগর: প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে ৩টি দেশি পিস্তল ১ টি পাইপ গান, ৭ রাউন্ড গুলি সহ ৮ লিটার নিষিদ্ধ তরল মাদক এবং ৪ টি চোরাই মোবাইল, ১টি ব্যাটারী উদ্ধার হয়েছে। ধৃত দুই দুষ্কৃতীদেরকে বুধবার দুপুরে বনগাঁ আদালতে তোলা হয়। দেখুন ভিডিও:

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীর নাম আইয়ুব আলী মীর। বাড়ি চাকদা থানার সড়কপুর৷ এবং রনবীর চন্দ্র ওরফে( রাজু ওরফে রনি)। বাড়ি গাইঘাটা থানার জলেশ্বর আদিবাসী পাড়া এলাকায়। ধৃত রাজু দীর্ঘদিন ধরে অস্ত্র বিক্রির কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে। মঙ্গলবার গভীর রাতে রাজু অস্ত্র বিক্রির উদ্দেশ্যে গোপালনগর থানার নিমতলা শ্মশান ঘাটের কাছে আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে আগে থেকেই উপস্থি হয় এবং আগ্নেয়াস্ত্র সহ ওই দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র, গুলি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়।

এদিন বনগাঁ আদালতে তোলার পর তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিতে বিচারকের কাছে আবেদন জানিয়েছে পুলিশ।

Previous articleআজ ১৮ আগস্ট: যুবতী নিজের মুখে তুলির টানে আঁকলেন তেরঙা, বনগাঁয় সেই দৃশ্য ফ্রেম বন্দি করলেন এক যুবক!এর কারণ কী?
Next articleমুখ্যমন্ত্রী জানালেন, বাংলার দুশো’র বেশি বাসিন্দা আটকে আফগানিস্তানে, উত্তর২৪পরগনার অশোকনগর, গোপালনগর, গোবরডাঙা, বারাসত সহ এই জেলার আরও ৮ জন রয়েছে সেখানে, উদ্ধারে দিল্লিকে চিঠি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here