আগামী ৪৮ ঘণ্টায় নামবে পারদ

0
333

পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলেও পৌষের শেষ ক’দিনে কড়া শীতের সম্ভাবনা কম। বৃহস্পতিবার মেঘলা আকাশের জন্য কলকাতার তাপমাত্রা বেড়ে হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। পৌষের বাকি ক’দিনে ১১ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। জেলাতেও শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।


চলতি ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকেই ঊর্ধ্বমুখী পারদ। পশ্চিমাঞ্চলে বৃষ্টিও হয় বেশ কিছু জায়গায়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টি (০.৫ মিলিমিটার) তেমন না-হলেও, শীতের দাপট ছিল অনেকটাই কম৷


জানুয়ারির শুরুতে অতিবৃষ্টিতে আলু ও বিভিন্ন সব্জিচাষে ব্যাপক ক্ষতি হয়। বুধবার ও বৃহস্পতিবারের বৃষ্টিতে বাঁকুড়া, বর্ধমান, হুগলির আলুচাষ নতুন করে ক্ষতির মুখে। চাষিরা জানিয়েছেন, ইতিমধ্যেই নাভি ধসারোগের প্রকোপ শুরু হয়েছে। পরিস্থিতি সামলাতে লিফলেট বিলি শুরু করেছে কৃষি দপ্তর।

Previous articleপদযাত্রা থামিয়ে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিলেন মমতা
Next articleযশোহর রোডের গাছ বাঁচিয়ে রাস্তার কাজে সুপ্রিম-কমিটি,৫ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here