দেশের সময় ওযেবডেস্কঃ আগামীকাল ২১ জুলাই। ২৮ বছরে পদার্পণ করছে ২১ জুলাই শহিদ তর্পন অনুষ্ঠান। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পরে চলতি বছরে ২১ জুলাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। করোনা পরিস্থিতির জেরে সেই সমাবেশ হচ্ছে ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও।
বাংলায় ২১ জুলাই পালন কর্মসূচি – দুপুর ২ নাগাদ- কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন ।সেখানে উপস্থিত থাকার কথা অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথম সারির অন্যান্য নেতাদের উপস্থিতি থাকবে। প্রতি বিধানসভা কেন্দ্রে সভা হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ বিধায়ক, কাউন্সিলর সহ নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর একটা থেকে হবে সেখানে সমাবেশ। বিধায়ক বা গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন।
দুপুর ২টো থেকে মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো শুরু হবে। বিধায়ক ও অন্যান্য নেতাদের সেখানে হাজির থাকতে বলা হয়েছে।ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। দুপুর ১২টা নাগাদ সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা।
২১ শে জুলাই উদ্যানে থাকবেন প্রথম সারির নেতারা। কোভিড বিধি মেনেই সব ব্যবস্থা থাকতে বলা হয়েছে।শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।বাংলার পাশাপাশি ভিন রাজ্যেও এবার ২১ জুলাই সমাবেশ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
ভিন রাজ্যেও রয়েছে ২১-এর কর্মসূচি: উত্তরপ্রদেশ রাজ্যে লখনউ, মির্জাপুর, বেনারস, আজমগড়,বরেলিতে পালিত হবে ২১ জুলাই।মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হবে। বক্তৃতা শোনা হবে পার্টি অফিসে বসে। বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
ত্রিপুরা রাজ্যে সকালে আগরতলায় হবে সাইকেল র্যালি।কৈলাশ হর,ধর্মনগর,উদয়পুর, আমবাসা, আগরতলা শহরে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে বক্তৃতা। গুজরাতে মোট ৩২ জেলায় জায়ান্ট স্ক্রিনের আয়োজন। সেখানেই শোনানো হবে বক্তৃতা। দিল্লিতে কন্সটিটিউশন ক্লাবে পালিত হবে শহীদ দিবস। হাজির থাকবেন সাংসদরা। নিজেরা বক্তব্য রাখবেন।
দুপুর ২ জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দোপাধ্যায়ের বক্তৃতা। বিজেপি বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।আসাম রাজ্যে গুয়াহাটি আর শিলচরে পালিত হবে ২১ জুলাই। মুলত বক্তৃতা শোনানো হবে।এছাড়া বিহার, ঝাড়খন্ডেও পালিত হতে চলেছে ২১ জুলাই।