দেশের সময়, বনগাঁ: অবশেষে ছিটেফোঁটা বৃষ্টি হল বনগাঁয়। কিন্তু স্বস্তির বদলে অস্বস্তি বাড়ল আরও৷ বৃহঃস্পতিবার দুপুরে হঠাৎ আকাশে কালো মেঘের দেখা পাওয়া গেল৷ মেঘ দেখে অনেককেই বলতে শোনা গেল বৃষ্টি নামলেই ভিজব মনের সুখে। সাড়ে তিনটে নাগাদ দু’এক ফোঁটা বৃষ্টিও ঝড়েপড়ল রাজপথে,তাতে ধুলোটুকুও ভিজলনা বরং ভাপসা গরমে অস্বস্তি চরমে পৌঁছল৷
গত কয়েকদিন ধরে তীব্র গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। অতিরিক্ত আর্দ্রতার ফলে গলদঘর্ম অবস্থা । অনুকূল আবহাওয়ার কারণে আগামী তিন–চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গে সক্রিয় হতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যদিও এই আশার বাণী শুনিয়েছে মৌসম ভবন। অবশ্য এই আশার বাণীতে কতটা বৃষ্টি হবে আর কতটা স্বস্তি মিলবে তা সময়ই বলবে। মৌসম ভবন সুত্রে জানা গেছে, আগামী শনিবারের আগে টানা বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে।