দেশের সময় ওয়েবডেস্কঃ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় সোমবার ভোররাতে তাঁকে ভর্তি করা হয় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। চিকিৎসক ফারুক ই উদওয়াদিয়ার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এই খবর প্রকাশ্যে আসতেই গোটা বলিউডের উৎকন্ঠা শুরু হয়ে গিয়েছে।
সূত্রের খবর, সোমবার ভোররাতে হঠাত্ই শ্বাসকষ্ট হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ গায়িকাকে। তাঁর চিকিত্সার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ফারুক ই উদওয়াদিয়া। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলা হলেও উৎকন্ঠায় রয়েছে গোটা দেশ।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ৯০ বছরে পড়েছেন লতা মঙ্গেশকর। রবিবারই পানিপথ ছবিতে অভিনয় করার জন্য প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলাপুরেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন শিল্পী, কলাকুশলী থেকে দেশের আপামর জনগন।