অসমে নদীতে আগুন লেগেছে

0
445

দেশের সময় ওয়েবডেস্কঃ অবিশ্বাস্য হলেও ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড় জেলার দিঘোলিবিল সংলগ্ন শাসোনি গ্রাম দিয়ে বয়ে যাওয়া বুঢ়ী দিহিং নদীতে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, পাইপলাইন ফেটে যাওয়ায় সেখান থেকে তেল নদীতে গড়িয়ে পড়েই এই বিপত্তি। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, নদীর সঙ্গে যুক্ত জলের পাইপের মধ্যে অয়েল ইন্ডিয়া লিমিটেডের ডুলিয়াজান কারখানার অপরিশোধিত তেল মিশে গিয়েছে।

তাঁদের অভিযোগ, তেল চুরি করার জন্য অয়েল ইন্ডিয়ার তেলের পাইপে বিস্ফোরণ ঘটিয়েছিল তেলচোররা। পাইপে বিস্ফোরণ ঘটায় অপরিশোধিত তেল নদীতে মিশে গিয়েছে এবং তারপর তাতে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। গত তিন দিন ধরে নদীতে আগুন জ্বলছে। ক্রমেই বাড়ছে আগুনের তীব্রতা। নদী তীরবর্তী মানুষজন অন্যত্র সরে গিয়েছেন। নদীতে আগুন লাগায় জলজ প্রাণীজগতের অস্তিত্ব নিয়ে সংশয়ে পড়েছেন জীববিজ্ঞানীরা। ‌গ্রামবাসীদের আরও অভিযোগ, বারবার বললেও কর্ণপাত করেনি প্রশাসন।

Previous articleশীঘ্রই বাড়িতে বসাতে হবে এই মিটার, জানুন বিশেষ তথ্য
Next articleভ্যালেন্টাইন্স ডে–র আগের দিনই চালু হবে ইস্ট–ওয়েস্ট মেট্রো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here