অনলাইনেই ভেসে এল গান! রবি-বরণ মমতার

0
973

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আতঙ্কে ঘরবন্দি সারা দেশ। বাঙলাও ব্যতিক্রম নয়। এরই মধ্যে এসে গিয়েছে ২৫ বৈশাখ, রবিঠাকুরের জন্মজয়ন্তী। প্রতিবছর যে নাচে-গানে-উৎসবে এই দিনটি পালিত হয়, এবার সে সবকিছুর উপরে একরাশ বিধিনিষেধ। না করা যাবে জমায়েত, না বাঁধা যাবে মঞ্চ।তাই বলে কি ভাটা পড়বে ‘ঠাকুর’পুজোয়? জন্মজয়ন্তীতে চর্চা হবে না তাঁর শিল্প নিয়ে? তা কখনওই হতে পারে না।

করোনা আবহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিমছাম ভাবেই পালন করল রাজ্য সরকার। সে বিষয়ে পুলিশকে নির্দেশও দেওয়া হয়েছিল। রবীন্দ্র সদনের বাইরের রাস্তায় কবিগুরুকে শ্রদ্ধার্ঘ্য জানাতে উপস্থিত ছিলেন হাতে গোনা কয়েকজন। সেখানেই বিকেলে গিয়ে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। অনুষ্ঠান পরিচালনা করেন তিনিই। বাড়ি থেকেই অনলাইনে সমস্ত সঙ্গীতশিল্পীরা গানের মাধ্যমে কবিপ্রণামে সামিল হন।

পুলিশ সূত্রে খবর, রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জ্ঞানবন্ত সিং প্রতিটি জেলার পুলিশ সুপার ও কমিশনারেটের প্রধানদের নির্দেশ দিয়েছিলেন, আজ, শুক্রবার ২৫ বৈশাখ উপলক্ষে আবাসিক এলাকা ও হাউজিং কমপ্লেক্সের কাছে রবীন্দ্রনাথের কাট-আউট নিয়ে ছোট ট্যাবলো বের করতে হবে পুলিশকে। সেই মতো বিভিন্ন এলাকায় ট্যাবলো বেরোয় এদিন।

যে সব পুলিশকর্মী গান-বাজনায় দক্ষ, তাঁরাও সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে এতে অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এর সঙ্গে চলে লকডাউন নিয়ে সতর্কতামূলক প্রচারও।

ঘরের বাইরে’ রবীন্দ্র জয়ন্তী পালন বলতে এ বছর বঙ্গবাসীর এইটুকুই বরাদ্দ হয়েছে। করোনার ‘কল্যাণে’ কবি-স্মরণ আজ অবশ্য দিনজুড়েই সোশ্যাল মিডিয়ায় চলছে।

জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাওয়ার উপায় ছিল না, রবীন্দ্র সদনে হল না চিরাচরিত অনুষ্ঠান, পাড়ায় পাড়ায় রবীন্দ্রজয়ন্তী আয়োজনের সুযোগ নেই। বাঙালি এই প্রথম পুরোপুরি সোশ্যাল মিডিয়ার উপর ভর করে আজ রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল।

প্রতিষ্ঠিত শিল্পী থেকে ছোট বড় ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন, সাধারণ রবীন্দ্র অনুরাগী থেকে বাড়ির কচিকাঁচারা আজ ফেসবুক, জুম ভিডিও, হোয়াটসঅ্যাপ, টুইটারেই রবি-প্রণাম করছেন।

“রবীন্দ্রনাথের ভাবনা ও আদর্শ এদেশ গ্রহণ করেনি। করোনা-পরবর্তী মানব সভ্যতা রবীন্দ্রনাথ ও অন্যান্য বিশ্বমনীষীদের অভিভাবক হিসেবে মেনে নিক। তাহলেই মানবসভ্যতা বাঁচবে। বলেন কবি বিভাস রায়চৌধুরী৷

রইল কিছু ভিডিও লিঙ্ক:

https://www.facebook.com/1010769932305271/posts/2916090918439820/

https://www.facebook.com/1010769932305271/posts/2915991788449733/

https://www.facebook.com/680490069016207/videos/2707327092710248/

https://www.facebook.com/680490069016207/videos/691837384990918/

বিজ্ঞাপণ:
Previous articleলাইভ: রবীন্দ্র-বরণ- কবিতা আশ্রম, সুরাঙ্গণ এবং নীলাংশুক দত্ত
Next articleLetter after letter failed to start exim

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here