‘অতিরিক্ত ভালবাসায় দমবন্ধ হয়ে যাচ্ছে’, স্বামীর বিরুদ্ধে এই যুক্তি দেখিয়ে স্ত্রী ডিভোর্স চাইলেন

0
601

দেশের সময় ওয়েবডেস্কঃ‌ স্বামী একদম ঝগড়া করে না। আমি বিরক্ত হয়ে গেছি।’‌ এই যুক্তি দেখিয়ে স্বামীকে ডিভোর্স দিতে চান উত্তরপ্রদেশের মহিলা। অতিরিক্ত ভালবাসায় তাঁর নাকি দমবন্ধ হয়ে যাচ্ছে। আর তাই আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। কিন্তু আদালত পত্রপাঠ তাঁর আবেদন খারিজ করে দেয়। তাও নাছোড়বান্দা ওই মহিলা  পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। 

উত্তরপ্রদেশের সম্বল জেলার ওই মহিলার বিয়ে হয়েছে মাত্র দেড় বছর। এর মধ্যেই আদালতে ডিভোর্স চেয়েছেন তিনি। স্বামীর থেকে আলাদা হতে চাওয়ার কারণ শুনে হতবাক হয়ে গিয়েছে আদালত। আদালতে আপিলে মহিলা জানিয়েছেন, স্বামীর অতিরিক্ত ভালবাসা এবং ভাল মানুষীর ঠ্যালায় তিনি তিতিবিরক্ত। তাই বিচ্ছেদ চান। শরিয়া আদালত মহিলার পিটিশন খারিজ করেছে। আদালত বলেছে, মহিলা অবুঝের মতো করছেন। যদিও তারপরেও হাল ছাড়তে রাজি নন তিনি। হাজির হয়েছেন পঞ্চায়েতের দরবারে। তবে পঞ্চায়েতের তরফেও জানানো হয়েছে, এমন উদ্ভট সমস্যা সমাধান করতে তারাও অপারগ।

কিন্তু নাছোড় ওই মহিলা। ঠিক করে নিয়েছেন স্বামীকে ডিভোর্স দিয়েই ছাড়বেন। মহিলার কথায়, ‘‌উনি আমায় অতিরিক্ত ভালবাসেন। কখনও ঝগড়া করেন না। আমি ভুল করলেও সবসময় হাসিমুখে ক্ষমা করে দেন। আমি এমন জীবন চাই না। মাঝে মাঝে তর্ক–বিতর্ক করতে চাই। এই অতিরিক্ত ভালবাসায় দমবন্ধ লাগে আমার। তাই বিচ্ছেদ চেয়েছি।’‌

মহিলার স্বামী জানিয়েছেন, তিনি সবসময় স্ত্রীকে খুশি রাখতে চান। তাই এই ব্যবহার করেছেন। শরিয়া আদালত যাতে তাঁর স্ত্রীর পিটিশন খারিজ হয়ে যায় সেই জন্য আবেদন জানিয়েছেন ওই ব্যক্তি। অন্যদিকে পঞ্চায়েতের তরফেও ওই স্বামী–স্ত্রীকে বলা হয়েছে তাঁরা যেন নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেন।

Previous articleলকডাউনের দ্বিতীয় দিনও বৃষ্টিমুখর
Next articleবাড়ি বাড়ি প্রচারে ৫ জনের বেশি নয়,কোভিড পজিটিভদের জন্য ব্যালট পেপার: নির্বাচন কমিশন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here