‌গোরখপুর–কলকাতা পুজো স্পেশালের দুটি কামরা লাইনচ্যুত, যাত্রীরা নিরাপদে

0
280

দেশের সময় ওয়েবডেস্কঃ লাইনচ্যুত হল উত্তর প্রদেশের গোরখপুর থেকে কলকাতাগামী পুজো স্পোশাল ট্রেনের দুটি কামরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটা নাগাদ বিহারের মুজাফ্‌ফরপুর থেকে  প্রায় ১৩ কিলোমিটার দূরে সিলৌত স্টেশনে। এ২ এবং এস৫ কোচ দুটি লাইনচ্যুত হয়। ট্রেনটি মঙ্গলবার সকাল ১১.‌৩০ মিনিট নাগাদ গোরখপুর থেকে ছেড়েছিল। পূর্বমধ্য রেলের সিপিআরও রাজেশ কুমার পরে জানান, ওই দুটি কামরার সব যাত্রীরাই নিরাপদে আছেন। তাঁদের ট্রেনের সামনের দিকের কোচে বসানো হয়। তারপর ট্রেনটি সমস্তিপুর রওনা করিয়ে দেওয়া হয়। সেখান থেকে অতিরিক্ত দুটি কোচ জুড়ে ট্রেনটি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে। শীর্ষ অফিসারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সমস্তিপুরের ডিআরএম।

Previous articleসৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ফের অবনতি
Next articleআদালত নির্দেশিত বিধি মেনেই পুজো উদ্বোধনের বদলে মণ্ডপের নির্দিষ্ট দূরত্বেই শুভেচ্ছা বিনিময় শুভেন্দুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here